প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আত্মার বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। আজ মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভৌগোলিক বা ঐতিহাসিক নয়, এই সম্পর্ক আত্মার। এ সময় দুই দেশের সম্পর্ক উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন বলে জানান।
এ সময় প্রণয় কুমার ভার্মা বলেন, রাজশাহী ঐতিহাসিক এবং অর্থনৈতিক জোন হিসেবে বেশ গুরুত্বপূর্ণ। দুই দেশের অংশীদারত্বে রাজশাহীতে বেশ কিছু উন্নয়নমূলক কাজ অব্যাহত রয়েছে।
এ সময় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে দুই দেশের অবদান ও আত্মত্যাগের কথা উল্লেখ করেন তিনি। এ ছাড়া মুক্তিযুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবদানের কথাও উল্লেখ করেন হাইকমিশনার।