বাবার মোটরসাইকেল থেকে পড়ে ঝরল মেয়ের প্রাণ

আজ সকালে মেহেরপুরের গাংনীতে পিতার মোটরসাইকেল থেকে পড়ে বেবি খাতুন নামের ৩৬ বছর বয়সী একজন নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে মেহেরপুর কুষ্টিয়ার সড়কের চোখতোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী রায়পুর গ্রামের জুলহাস উদ্দীনের মেয়ে এবং একই গ্রামের ভারত প্রবাসী তুষারের স্ত্রী।

জানা যায়, বেবি খাতুন তার পিতা জুলহাস এর মোটরসাইকেল যোগে বামুন্দি যাওয়ার পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এ ব্যাপারে গাংনী থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। কারও কোন অভিযোগ না থাকার কারণে থানা থেকে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।