চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের পঞ্চম ম্যাচে আজ মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট টেবিলের নবম স্থানে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আজ রবিবার ১৬ এপ্রিল লড়বে কেকেআর। এদিন, একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে কলকাতার। বাংলাদেশ সময় বিকেল চারটায় শুরু হবে ম্যাচটি।
এর আগে ৪ ম্যাচে দুই জয় ও দুই পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান কলকাতার। ঘরের মাঠে হায়দরাবাদের বিপক্ষে পরাজয়ের পর এদিন জয়ের লক্ষ্যেই মুম্বাইয়ের ঘরের মাঠে লড়বে নীতিশ রানার দলটি। ইনজুরি এবং ফিটনেস সমস্যায় মুম্বাইয়ের বিপক্ষে আন্দ্রে রাসেলের মাঠে নামা অনিশ্চিত।
এদিন রাসেলের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে ডেভিড উইজকে। এছাড়া সর্বশেষ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হওয়া গুরবাজের বিকল্পও ভাবতে পারে কেকেআর। সেক্ষেত্রে জেসন রয় এবং লিটন দাসের মধ্যে যে কোনো একজনের সুযোগ মিলতে পারে।
এদিকে ঘরের মাঠে কলকাতার বিপক্ষে জয়ের জন্য লড়বে মুম্বাইও। টানা দুই ম্যাচ পরাজয়ের পর সর্বশেষ ম্যাচে জয়ের দেখা পাওয়া মুম্বাই ঘরের মাঠেও জয়ের ধারা অব্যাহত রাখার চেষ্টা করবে।
কলকাতার সম্ভাব্য একাদশঃ রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), নারায়ন জগদীশন, নীতিশ রানা (অধিনায়ক), রিংকু সিং, আন্দ্রে রাসেল/ডেভিড উইজ, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী ও সুয়াশ শর্মা।