মিরপুরে নাসির ঝড়

আজ মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। নাসির হোসেনের অলরাউন্ড পারফর্ম্যান্সে অনায়াসেই ম্যাচ জিতেছে প্রাইম ব্যাংক। চলতি ডিপিএলে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন এই অলরাউন্ডার।

এদিকে অগ্রণী ব্যাংকের দেয়া ২৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৭ রানেই আউট হন প্রান্তিক নওরোজ নাবিল (১)। এরপর দলের হাল ধরেন শাহাদাত দিপু এবং অধিনায়ক মোহাম্মদ মিঠুন। দিপু ৩৫ রানে এবং মিঠুন ৫০ রানে আউট কলে নাসির এবং মুশফিকুর রহিম মিলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।

মুশি ৬১ বলে ৫৩ রান করে আউট হলেও ১১৪.২৯ স্ট্রাইক রেটে ৯৮ বলে ১২টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে নাসির করেন অপরাজিত ১১২ রান। ৪৬.৪ বলে ৪ উইকেট হারিয়ে প্রাইম ব্যাংক তোলে ২৭৭ রান। মিরপুরে টসে জিতে প্রথমেই বোলিংয়ের সিদ্ধান্ত নেয় প্রাইম ব্যাংক।

এদিন উইকেট না পেলেও ১০ ওভার বল করে ২.০০ ইকোনমিতে মাত্র ২০ রান দেন নাসির। তার নিয়ন্ত্রিত বোলিংয়ের পরেও ৪ উইকেট হারিয়ে ২৭৩ রানের লড়াকু পুঁজি পায় অগ্রণী ব্যাংক। দলের পক্ষে উসমান খান করেন ৫৩ রান, সাদমান ইসলাম এবং জহুরুল ইসলাম করেন যথাক্রমে ৬২ এবং ৫৮ রান।