লিটনের আগেই কলকাতা দলের সঙ্গে যোগ দিলেন জেসন রয়

এবার সাকিব আল হাসানের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্স ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান জেসন রয়কে দলে নিয়েছে। সাকিব আল হাসানকে পেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে বার বার যোগাযোগ করেছিল কলকাতা কর্তৃপক্ষ। কিন্তু শেষ পর্যন্ত সাকিবকে পুরো আসরের জন্য ছাড়পত্র না দেওয়াই সাকিবকে নাম প্রত্যাহার করে নিতে অনুরোধ করে কলকাতা।

সেই অনুরোধে সাড়া দিয়েছিলেন সাকিব যে কারণে আইপিএলের এবারের মৌসুমে আর খেলছেন না বাংলাদেশের এই অলরাউন্ডার। অন্যদিকে ইনজুরির কারণে টুর্নামেন্টে খেলতে পারছেন না তাদের নিয়মিত অধিনায়ক শ্রেয়ার আয়ার।

তাই ব্যাটিং লাইন অফ বাড়াতেই জেসন রয়কে দলে নিয়েছে কলকাতা।ইতোমধ্যে কলকাতায় দলের সঙ্গে যোগ দিয়েছেন রয়। ফ্র্যাঞ্জাইজিটির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে তার যোগদানের খবরটি নিশ্চিত করা হয়েছে।

সেখানে তাকে অভ্যর্থনা জানিয়ে লেখা হয়, ‘আপনারা এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলেন, আমরা জানি। স্বাগতম, রয়’দা।’ এছাড়াও আইপিএল খেলতে আগামীকাল ভারত যাওয়ার কথা রয়েছে লিটন দাসের।