শীঘ্রই শক্তিশালী প্রত্যাবর্তন করবে কলকাতা: লিটন

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল টানা দ্বিতীয় হারের শিকার হয়েছে কলকাতা নাইট রাইডার্স। গতকাল রবিবার ওয়েংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ানসের কাছে ৫ উইকেটে হেরেছে কেকেআর। তবে কলকাতার শিগগিরই ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন লিটন কুমার দাস।

আয়ার‌ল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলে নাইট রাইডার্সের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের তারকা ব্যাটার লিটন কুমার দাস। লিটন দলে যোগ দেওয়ার পর দুইটি ম্যাচ খেলেছে কলকাতা। সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাইয়ের বিপক্ষে এই দুই ম্যাচেই হেরেছে তারা।

দুইটি ম্যাচেই সাইডবেঞ্চে বসেছিলেন লিটন। এখনো কলকাতার হয়ে অভিষেকের অপেক্ষায় আছেন এই স্টাইলিশ ব্যাটার। আজ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে নিজের একটি ছবি আপলোড করেছেন লিটন।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আশা করি কেকেআর শীঘ্রই শক্তিশালী প্রত্যাবর্তন করবে!’ কলকাতার পরবর্তী ম্যাচ আগামী বৃহস্পতির, দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। এবারের আসরে সবচেয়ে খারাপ সময় পার করছে দিল্লি। পাঁচ ম্যাচ খেলে হেরেছে পাঁচটিতেই। ডেভিড ওয়ার্নাদের দলের বিপক্ষে লিটনকে কলকাতা তাদের একাদশে জায়গা দেয় কিনা, সেটিই এখন দেখার বিষয়।