সাকিবকে তো ছাড়া আছেই, ছাড়লাম না কখন: পাপন

বাংলাদেশ থেকে এবার তিনজন ক্রিকেটার সুযোগ পেয়েছিলেন আইপিএলে খেলার। বিগত কয়েক আসর ধরে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান ছাড়া সচরাচর বাংলাদেশি ক্রিকেটারদের কেউই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) দল পায় না। আর যারাও পায় তাদেরও ফ্র্যাঞ্চাইজিগুলো পায় না আসরের শুরু থেকে। কারণ দেশের খেলা থাকলে তাদের বোর্ড হতে এনওসি দেওয়া হয়নি। এ ঘটনার ব্যতিক্রম হয়নি এবারও। এ নিয়ে আলোচনাও কম হয়নি।

গতকাল শুক্রবার (৭ এপ্রিল) বাংলাদেশ-আয়ারল্যান্ডের টেস্ট ম্যাচ শেষে বিষয়টি পরিষ্কার করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। বলেছেন তারা তাদের জায়গা থেকে আইপিএলে চাওয়া অনুযায়ী তথ্য দিয়েছেন। আর বাংলাদেশিদের দলে নেওয়ার আগেই নাকি আইপিএল কর্তৃপক্ষ জানত বাংলাদেশি খেলোয়াড়রা থাকবে না কয়েকটি ম্যাচে।

আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের টেস্ট জয়ের পরেই সংবাদ সম্মেলনে কথা বলেন বিসিবি সভাপতি। এ সময় সাকিব-লিটনদের আইপিএলে শুরু থেকে যেতে না দেওয়ার প্রসঙ্গে বিসিবি বস বলেন, ‘টেস্টে অধিনায়ক, সহ-অধিনায়ক দুই জনকেই ছেড়ে দিবেন? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আমি একটা কথা বলেছিলাম আপনাদেরকে-এর আগে জিজ্ঞেস করেছিলেন, না খেলে ওখানে গিয়ে বসে থাকা তার থেকে দেশের জন্য খেলাটা কি ভালো না?

তিনি আরও জানান, ‘আমাদের সঙ্গে এটা নিয়ে কোনো দ্বিধা নেই। লিটন-সাকিবকে তো ছাড়া আছেই, ছাড়লাম না কখন। প্রায়ই এই কথাটা শুনছি আজ থেকে তিন আগে মানে আইপিএল শুরু হওয়ার তিন মাস আগে সেই কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করে আমি আবার বলছি আপনাদের এই জায়গাটায় কনফিউশন হওয়ার কোনো সুযোগ নেই।

এ সময় আইপিএলের সঙ্গে বিসিবির হওয়া যোগাযোগ এবং খেলোয়াড়দের নিলামে নেওয়ার পুরো প্রক্রিয়া পরিষ্কার করে পাপন বলেন, ‘আমাদের কাছে চেয়েছে কতগুলো খেলোয়াড়ের নাম দিয়ে এইখানে যেই কয়টা খেলোয়াড় নিয়েছে এর বাইরেও ছিল কিন্তু এবং বলেছে ওরা কখন কখন এভেইলেবল। সে সময় আমরা প্রতিটি খেলোয়াড়ের পাশে ডেট দিয়ে লিখে দিয়েছি ওরা কখন কখন এভেইলেবল ঠিক আছে…।’