স্বাধীনতা স্তম্ভের চূড়ায় যুবক, নামালো ফায়ার সার্ভিস

এবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত স্বাধীনতা স্তম্ভের চূড়ায় ওঠা এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নটার দিকে তাকে আটক করে শাহবাগ থানা পুলিশ।

জানা যায়, এর আগে গ্লাস টাওয়ারে এক যুবককে উঠতে দেখে নিরাপত্তাকর্মীরা। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করতে আসে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। আধা ঘণ্টার চেষ্টায় তাকে নিচে নামানো সম্ভব হয়। আটক যুবকের বাড়ি কেরানীগঞ্জে।

ওই যুবক ব্লু হোয়েল গেমসে আসক্ত বলে প্রাথমিকভাবে জানিয়েছেন।