হাসপাতালে ভর্তি রাজ চক্রবর্তী

টালিউড নায়িকা শুভশ্রী গাঙ্গুলির স্বামী রাজ চক্রবর্তী অসুস্থ হয়ে পড়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। খবর ছড়িয়েছে, অসহ্য গরমে গত কয়েকদিন ধরেই শরীর ভালো যাচ্ছিল না পরিচালকের।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা পরিচালকের সঙ্গে যোগাযোগ করলে তার সহকারী জানান, কোনো চিন্তার কারণ নেই। রাজ সম্পূর্ণ ভালো আছেন। প্রতি বছরই পুরো শরীর পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়ে থাকেন তিনি। এবারও সেটাই করছেন রাজ। সহকারী আরও বলেন, আগামীকাল বুধবার হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে রাজকে। এবার শুধু প্রস্রাবে সংক্রমণ ধরা পড়েছে। তবে ভয়ের কোনো কারণ নেই। সুস্থ আছেন তিনি।

এদিকে গ্রীষ্মের প্রচণ্ড তাপে এমনিতেই অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। তার মধ্যে টালি তারকার হাসপাতালে ভর্তির খবরে দুশ্চিন্তার ভাজ শুভাকাঙ্ক্ষীদের কপালে। যদিও রাজ ভালো আছেন।

এই মুহূর্তে ছবির কাজে হাত দেননি রাজ চক্রবর্তী। তাই পরিবারের সঙ্গে মাঝেমধ্যেই কোয়ালিটি টাইম কাটাতে দেখা গেছে রাজকে। তারই মাঝে ছোট্ট এই শারীরিক সমস্যা। যদিও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিন্তার তেমন কোনো কারণ নেই। ভালো আছেন রাজ। এদিকে রাজের অসুস্থতার খবর ছড়াতেই উদ্বিগ্ন তার অনুরাগী এবং টলিপাড়া। রাজের দ্রুত সুস্থতা কামনা করছেন সবাই।