৫ ঘন্টার প্যারোলে মুক্তি নিয়ে ছেলের জানাজায় বাবা

ফরিদপুরের আলফাডাঙ্গায় আশরাফুজ্জামান বিশ্বাস নামে এক চা বিক্রেতা কালবৈশাখীর কবলে পড়ে গাছচাপায় নিহত হন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আলফাডাঙ্গা- গোপালপুর সড়কের পাগলের আশ্রম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আশরাফুজ্জামান বাকাইল গ্রামের বিশ্বাস পাড়া মহল্লার সালাউদ্দিন বিশ্বাসের ছেলে। নিহতের বাবা কারাগারে থাকায় প্যারোলে ৫ ঘণ্টা (১১টা থেকে ৪টা) মুক্তি নিয়ে ছেলের জানাজায় তাকে আনা হয়েছিল। জানাজা শেষে জেলা পুলিশ ফোর্সের মাধ্যমে তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়।

আজ শুক্রবার দুপুর আড়াইটায় বাকাইল ঈদগাহ ময়দানে জানাজা শেষে নিহতের লাশ দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা পৌরমেয়র মো. আলী আকসাদ ঝন্টু।

আলফাডাঙ্গা পৌরমেয়র মো. আলী আকসাদ ঝন্টু জানান, ছেলেটির মৃত্যু বড়ই বেদনাদায়ক। তার বড় ভাই বছর খানেক আগে সড়ক দুর্ঘটনায় মারা যায়। আবার ছেলেটির বাবা একটি মামলায় কারাগারে ছিলেন। আমি জেলা প্রশাসকের কাছে আবেদন করে প্যারোলে ৫ ঘণ্টা মুক্তি নিয়ে ছেলের জানাজায় তাকে আনানোর ব্যবস্থা করি। জানাজা শেষে জেলা পুলিশ ফোর্সের মাধ্যমে তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, অসহায় পরিবারটির পাশে থেকে সার্বিক সহযোগিতা করেছি। শুক্রবার দুপুর আড়াইটায় বাকাইল ঈদগাহ ময়দানে জানাজা শেষে নিহতের মরদেহ দাফন করা হয়েছে বলে তিনি জানান।