ইংল্যান্ডের উইকেটের সঙ্গে মিল থাকায় সিলেটে ক্যাম্প : হাথুরু

বাংলাদেশের পরের মিশন আয়ারল্যান্ডের বিপক্ষে। কিন্তু তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। এই সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার (২৬ এপ্রিল) থেকে সিলেটের মাটিতে তিন দিনের ক্যাম্প করবে টাইগাররা। মূলত ইংল্যান্ডের উইকেটের সঙ্গে সিলেটের উইকেটের মিল থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে।

বুধবার (২৬ এপ্রিল) নির্বাচক প্যানেলের সাথে দীর্ঘ মিটিং শেষে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন হাথুরু। এ সময় তিনি বলেন, ‘আমরা যখন সিলেটে খেললাম, মনে হলো ইংল্যান্ডের উইকেটের সাথে এখানের কয়েকটি উইকেটের মিল রয়েছে। আমার মনে হলো সেখানেই অনুশীলন করা উচিত। এছাড়া আবহাওয়ার বিষয়টি তো আছেই। তাছাড়া সিলেটে ইংল্যান্ডের মানের উইকেট পাবো।’

সিলেটের মাঠ প্রসঙ্গে হাথুরু আরও জানান, ‘সামনে আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে, বিশেষ করে ঘরের বাইরে বেশি খেলতে হবে। এ কারণে উন্নতি করতে সিলেটকে বেছে নেওয়া, আর কিছু নয়।’ এর আগে, সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাটিং পজিশন পরিবর্তন হয়েছে মুশফিকুর রহিমের। চার নম্বর থেকে তিনি খেলেছেন ছয় নম্বরে। তাকে এমন পজিশনে ব্যাটিং করানোর কারণ নিয়ে জানতে চাইলে হাথুরু বলেন, ‘না, না লেটস নট টক আবাউট ইট (এখন এটা নিয়ে কথা নয়)।’