পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ৩০ এপ্রিল। পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার জানান, পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে সর্বসাধারণ প্রবেশ করতে পারবে না। সেজন্য পুলিশ অর্ডিন্যান্স (১৯৭৬, ধারা ২৮-২৯) ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই আদেশ পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত কার্যকর থাকবে।

এবার ১১টি শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ১০ লাখ ২১ হাজার ১৯৭ জন ছাত্র ও ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ছাত্রী। এবার মোট কেন্দ্র সংখ্যা ৩ হাজার ৮১০টি। মোট প্রতিষ্ঠান সংখ্যা ২৯ হাজার ৭৯৮টি। গত বছরের চেয়ে এবার প্রতিষ্ঠান বেড়েছে ২০৭টি এবং কেন্দ্র বেড়েছে ২০টি।