কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শফিকুলকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। মোবাইল ফোনের ঘটনাকে কেন্দ্র করে মহিউদ্দিনকে (১৮) কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় তাকে গ্রেফতার করে সোমবার (১ মে) দুপুরে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওখিং মে।
এর আগে রোববার (৩০ এপ্রিল) দিবাগত রাতে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম পাবনার ঈশ্বরদী উপজেলার রুপপুর এলাকা থেকে স্থানীয় পুলিশের সহযোগীতায় তাকে গ্রেফতার করে কালীগঞ্জ থানা পুলিশ।
মৃত্যুদন্ডপ্রাপ্ত শফিকুল উপজেলার বক্তারপুর ইউনিয়নের ব্রাক্ষ্মনগাঁও গ্রামের আব্দুস ছালাম ওরফে ছেলামের ছেলে। এই মামলার আরো কয়েকজন মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছে। নিহত মহিউদ্দিন একই গ্রামের ফজলুর রহমানের ছেলে।
মামলার বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান (পিপিএম) জানায়, ২০০৮ সনের ১৬ আগস্ট রাত আটটার দিকে মোবাইল ফোনকে কেন্দ্র করে ব্রাক্ষ্মনগাঁও গ্রামের ময়েজউদ্দিনের বাড়ি সংলগ্ন বিলের পাশে কুপিয়ে জখম অবস্থায় মহিউদ্দিনের মরদেহ স্থানীয়রা দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় পরদিন ১৭ আগস্ট নিহতের বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় অজ্ঞাতদের আসামি করে (মামলা নং- ০৮(০৮)০৮) হত্যা মামলা করেন।
ওসি আরো জানান, পরে মামলার তদন্ত কর্মকর্তা শফিকুলসহ কয়েকজনকে আসামি করে চার্জশীট দাখিল করেন। পরে ২০১৭ সালের ১৯ জুলাই পর্যালোচনা করে মামলায় মৃত্যুদন্ডের রায় এবং পলাতক আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন। পরে ওয়ারেন্টের ভিত্তিতে পাবনার ঈশ্বরদী থেকে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় শফিকুলকে গ্রেফতার করে কালীগঞ্জ থানা পুলিশ।