এবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি কবে বাসায় ফিরবেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। আগামীকাল মঙ্গলবার চিকিৎসকরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
আজ সোমবার ১ মে সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, খালেদা জিয়া এখন চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আছেন। তার হৃদযন্ত্র, লিভার (যকৃৎ) ও কিডনির বিভিন্ন পরীক্ষা করা হয় গত দুই দিনে। এসব পরীক্ষার প্রতিবেদন নিয়ে তার চিকিৎসকদের বোর্ড গত রাতে পর্যালোচনা বৈঠক করেছে।
এদিকে দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত শনিবার বিকেলে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ভর্তি করার পরামর্শ দেন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।