কালীগঞ্জে গ্রামীণ রাস্তায় কালভার্ট নির্মাণ শীর্ষক কর্মশালা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় পর্যায়ে গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ মে) সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এবং এম এস ডেভেলপমেন্ট এসোসিয়েটস লিমিটেডের যৌথ আয়োজনে এ কর্মশালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি প্রকল্পের প্রধান (অতিরিক্ত-সচিব) এস এম হামিদুল হক)।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম শোভনের পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য (ভার্চুয়ালি) রাখেন একই প্রকল্পের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) এসএম মাহবুবুল হক। কর্মশালার মূলপ্রবন্ধ উপস্থাপন করেন এম এস ডেভেলপমেন্ট এসোসিয়েটস লিমিটেডের সমীক্ষা প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ রকীবুর রহমান।

কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তা, জেলা-উপজেলা পর্যায়ের স্টেক হোল্ডার, প্রকল্পের সুফলভোগী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পসমূহ নিবিড় পরিবীক্ষণের লক্ষ্যে ‘এস এম ডেভলপমেন্ট এসোসিয়েট লিঃ’ পরামর্শক প্রতিষ্ঠানের সাথে আইএমইডি’র চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠান ইতিমধ্যে মাঠ পর্যায়ে নিবিড় পরিবীক্ষণ সমীক্ষা কার্যক্রম পরিচালনা করে তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। উক্ত নিবিড় পরিবীক্ষণ সমীক্ষার অংশ হিসেবে স্থানীয় পর্যায়ে এ কর্মশালার আয়োজন করা হয়।