ঢাকা , শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিচারকের বাসায় হা’ম’লা, ছু’রিকা’ঘাতে ছেলে নি’হত: হা’মলা’কারী বিএনপি নেতার ছেলে ধানের শীষের প্রার্থীকে রেখে নেতাকর্মীরাই খেয়ে ফেললেন সব খাবার পুণেতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ নিহত, ১৫ আহত; আগুনে পুড়ে গেছে ট্রাক রাজশাহীতে ধানের শীষ সমর্থক নারী নেতা ও তার বোনকে হামলার অভিযোগ, বিএনপির সংবাদ সম্মেলন আসন সমঝোতায় অচলাবস্থা: জমিয়তের ১২ আসন দাবি, বিএনপি রাজি মাত্র ৫টিতে দেবীদ্বার আসনে লড়বেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশ-পাকিস্তানের আত্মিক বন্ধন অটুট: ফজলুর রহমান তোমাদের আপা আর আসবে না, আ.লীগকে লায়ন ফারুক জামায়াতের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান: বিএনপির মিথ্যা সংবাদের প্রতিবাদ জানালো জামায়াত এনসিপি এলে ৪০, না এলে ২৩ আসনে সমঝোতা করবে বিএনপি

শাহ আমানত (রা.) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন মীর হেলালের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন।

 

বুধবার (৫ নভেম্বর) বিকেলে নগরীর হযরত শাহ আমানত (রা.) মাজার জিয়ারতের মাধ্যমে এই নির্বাচনী কার্যক্রম শুরু করেন তিনি। শাহ আমানত (রা.) এর মাজারে তিনি ফাতেহা পাঠ ও মোনাজাত শেষে মাজারসংলগ্ন তার শ্বশুর ও মুরব্বিদের কবর জিয়ারত করেন।

 

 

মীর হেলাল বলেন, জীবন ও পরিবারের মায়া ত্যাগ করে গুম-খুন, হামলা-মামলার ভয় উপেক্ষা করে ১৭ বছর চট্টগ্রামবাসীকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন সংগ্রাম করেছি তার প্রতিদানে দল ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘ধানের শীষ’কে আমার মাধ্যমে এলাকার জনগণের কাছে আমানত হিসেবে দিয়েছেন। নিশ্চয় হাটহাজারীবাসী ও বায়েজিদ এলাকার জনগণ এই আমানতকে সম্মান দেখিয়ে ধানের শীষকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।

 

তিনি বলেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। বিএনপি তার দলীয় প্রার্থীদের মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে সে ষড়যন্ত্রে শেষ পেরেক ঠুকে দিয়েছে।

 

ব্যারিস্টার হেলাল তাকে ধানের শীষের প্রার্থী মনোনীত করায় তারেক রহমান এবং সর্বাধিক সমর্থন ও দোয়া করায় চট্টগ্রাম-৫ আসনের জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। তিনি অতীতে যেভাবে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার সকল নেতাকর্মী সমর্থকসহ চট্টগ্রামবাসী নৈতিক সমর্থন যুগিয়েছে তার মর্যাদা আমৃত্যু ধরে রাখার প্রতিশ্রুতি দেন।

 

পরে তিনি সেখান থেক সরাসরি হাটহাজারীস্থ লালিয়ার হাট এলাকায় জাতীয় সংসদের সাবেক হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম এমপির পারিবারিক গোরস্থানে তার কবর জিয়ারত করেন এবং সেখানে ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। পরে তিনি সাবেক হুইপ ওয়াহিদুল আলমের বাড়িতে যান এবং তার দুই ছোট ভাই ও অন্যান্য আাত্বীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করেন ও তাদের নিয়ে এলাকায় গণসংযোগ করেন।

 

 

সেখান থেকে মীর হেলাল তার গ্রামের বাড়ি মীরেরখীলে যান এবং তার দাদা দাদির ও অন্যান্য মুরুব্বিদের কবর জিয়ারত করেন। পরে তিনি হাটহাজারী পৌরসভা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।

 

এর আগে দলীয় মনোনয়ন পেয়ে বুধবার দুপুরে ঢাকা থেকে চট্টগ্রামে ফিরলে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে চট্টগ্রাম-৫ নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষ তাকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানায়।

 

 

এ সময় হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুর মোহাম্মদ, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহেদ, হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ জাকির হোসেন, বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন, সেলিম চেয়ারম্যান, আইয়ুব খান, পৌরসভা বিএনপির সদস্য সচিব ওহিদুল আলম, যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার,জেলা বিএনপি নেতা ডা. রফিকুল আলম, আবুল ফয়েজ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান তকি, জালালাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ বেলাল, সদস্য সচিব আবদুল করিম, ৪৪ নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক মামুনুর আলম, সদস্য সচিব আবু জাফর খোকনসহ মহানগর, জেলা, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, জাসাস ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিচারকের বাসায় হা’ম’লা, ছু’রিকা’ঘাতে ছেলে নি’হত: হা’মলা’কারী বিএনপি নেতার ছেলে

শাহ আমানত (রা.) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন মীর হেলালের

আপডেট সময় ০১:৪০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন।

 

বুধবার (৫ নভেম্বর) বিকেলে নগরীর হযরত শাহ আমানত (রা.) মাজার জিয়ারতের মাধ্যমে এই নির্বাচনী কার্যক্রম শুরু করেন তিনি। শাহ আমানত (রা.) এর মাজারে তিনি ফাতেহা পাঠ ও মোনাজাত শেষে মাজারসংলগ্ন তার শ্বশুর ও মুরব্বিদের কবর জিয়ারত করেন।

 

 

মীর হেলাল বলেন, জীবন ও পরিবারের মায়া ত্যাগ করে গুম-খুন, হামলা-মামলার ভয় উপেক্ষা করে ১৭ বছর চট্টগ্রামবাসীকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন সংগ্রাম করেছি তার প্রতিদানে দল ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘ধানের শীষ’কে আমার মাধ্যমে এলাকার জনগণের কাছে আমানত হিসেবে দিয়েছেন। নিশ্চয় হাটহাজারীবাসী ও বায়েজিদ এলাকার জনগণ এই আমানতকে সম্মান দেখিয়ে ধানের শীষকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।

 

তিনি বলেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। বিএনপি তার দলীয় প্রার্থীদের মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে সে ষড়যন্ত্রে শেষ পেরেক ঠুকে দিয়েছে।

 

ব্যারিস্টার হেলাল তাকে ধানের শীষের প্রার্থী মনোনীত করায় তারেক রহমান এবং সর্বাধিক সমর্থন ও দোয়া করায় চট্টগ্রাম-৫ আসনের জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। তিনি অতীতে যেভাবে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার সকল নেতাকর্মী সমর্থকসহ চট্টগ্রামবাসী নৈতিক সমর্থন যুগিয়েছে তার মর্যাদা আমৃত্যু ধরে রাখার প্রতিশ্রুতি দেন।

 

পরে তিনি সেখান থেক সরাসরি হাটহাজারীস্থ লালিয়ার হাট এলাকায় জাতীয় সংসদের সাবেক হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম এমপির পারিবারিক গোরস্থানে তার কবর জিয়ারত করেন এবং সেখানে ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। পরে তিনি সাবেক হুইপ ওয়াহিদুল আলমের বাড়িতে যান এবং তার দুই ছোট ভাই ও অন্যান্য আাত্বীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করেন ও তাদের নিয়ে এলাকায় গণসংযোগ করেন।

 

 

সেখান থেকে মীর হেলাল তার গ্রামের বাড়ি মীরেরখীলে যান এবং তার দাদা দাদির ও অন্যান্য মুরুব্বিদের কবর জিয়ারত করেন। পরে তিনি হাটহাজারী পৌরসভা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।

 

এর আগে দলীয় মনোনয়ন পেয়ে বুধবার দুপুরে ঢাকা থেকে চট্টগ্রামে ফিরলে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে চট্টগ্রাম-৫ নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষ তাকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানায়।

 

 

এ সময় হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুর মোহাম্মদ, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহেদ, হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ জাকির হোসেন, বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন, সেলিম চেয়ারম্যান, আইয়ুব খান, পৌরসভা বিএনপির সদস্য সচিব ওহিদুল আলম, যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার,জেলা বিএনপি নেতা ডা. রফিকুল আলম, আবুল ফয়েজ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান তকি, জালালাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ বেলাল, সদস্য সচিব আবদুল করিম, ৪৪ নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক মামুনুর আলম, সদস্য সচিব আবু জাফর খোকনসহ মহানগর, জেলা, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, জাসাস ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।