ঢাকা , শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদপুর-৩ আসনে জামায়াত প্রার্থী শাহজাহান মিয়ার ব্যাপক গণসংযোগ, ন্যায়-ইনসাফের প্রতীক ‘দাঁড়িপাল্লায়’ ভোট চাইলেন প্রেস সচিব শফিকুল আলম: ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, ঠেকানোর ক্ষমতা কারো নেই বিশ্ববিদ্যালয়ে টর্চার সেল ও গাঁজা-মদের আড্ডা বন্ধ হয়েছে, ডালের ঘনত্ব বেড়েছে ছত্তিশগড়ে রোমহর্ষক রহস্য — শেষকৃত্য করা যুবকই কুমারে ফিরে এসে বাড়িতে হাজির ইসলামী দলের নায়েবে আমিরের ‘নো হাংকি পাংকি’ মন্তব্যে ক্ষুব্ধ এ্যানি: “এটা রাজনৈতিক ভাষা হতে পারে না” “আগামী বাংলাদেশের রিহার্সেল চলছে ছাত্র সংসদে”—ডা. শফিকুর রহমান “৭ নভেম্বর ছিল বাংলাদেশের প্রগতির টার্নিং পয়েন্ট” — মির্জা ফখরুল বিতর্কিত প্রার্থী বাছাইয়ে চাপে বিএনপি: তৃণমূলে ক্ষোভ ও আন্দোলন, একাধিক আসনে প্রার্থী পরিবর্তনের দাবি ডাকসু থেকে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত কুমারখালীতে আগাম শীতকালীন সবজিতে কৃষকদের বাম্পার ফলন, লাখে লাখে আয়

রাশিয়ার আরো ৫টি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে চায় ভারত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

রাশিয়া থেকে আরো পাঁচটি এস-৪০০ সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার পরিকল্পনা করছে ভারত। হিন্দুস্তান টাইমস সোমবার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই সপ্তাহে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তারা রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন।

নয়াদিল্লি মস্কোর সঙ্গে যৌথভাবে এস-৪০০ তৈরি করা বা সরাসরি ক্রয়ের দু’টি বিকল্পই বিবেচনা করছে।

ভারতীয় কর্মকর্তারা আশা করছেন, ডিসেম্বরের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরকালে এই চুক্তি স্বাক্ষর হতে পারে।
দক্ষিণ এশিয়ার দেশটি বেসরকারি খাতকেও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার রক্ষণাবেক্ষণ, মেরামত ও সংস্কার সুবিধা গড়ে তোলায় যুক্ত করতে চায় বলে প্রতিবেদনে জানানো হয়।

ভারত ইতিমধ্যে ২০১৮ সালে রাশিয়ার কাছ থেকে ৫.৪৩ বিলিয়ন ডলারে কেনা পাঁচটি এস-৪০০ সিস্টেমের মধ্যে তিনটি পেয়েছে। বাকি দুটি ২০২৬ সালে সরবরাহের কথা রয়েছে।

এস-৪০০ সিস্টেমগুলো গত মে মাসে পাকিস্তানের সঙ্গে চারদিনের উত্তেজনাকালে ভারতের বিমানঘাঁটি ও সামরিক স্থাপনাগুলো রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দক্ষতা এবং বিশেষ করে রুশ নির্মিত এই সিস্টেমের প্রশংসা করেছেন।

তিনি বলেন, এস-৪০০-এর মতো প্ল্যাটফর্মগুলো দেশকে অভূতপূর্ব শক্তি দিয়েছে। একটি শক্তিশালী নিরাপত্তা ঢাল এখন ভারতের পরিচয় হয়ে উঠেছে।’

এস-৪০০ ছাড়াও, নয়াদিল্লি রাশিয়া থেকে ২০০ কিলোমিটার পাল্লার আরভিভি-বিডি মিসাইল কেনার পরিকল্পনা করছে, যা তাদের সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানের সক্ষমতা আরো বাড়াবে।

বর্তমানে ভারতের সামরিক সরঞ্জামের প্রায় ৬০ শতাংশই রুশ নির্মিত। তবে মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় দেশটি নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছে। গত দুই দশকে রুশ প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো ভারতে একাধিক যৌথ প্রকল্পে অংশ নিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঁদপুর-৩ আসনে জামায়াত প্রার্থী শাহজাহান মিয়ার ব্যাপক গণসংযোগ, ন্যায়-ইনসাফের প্রতীক ‘দাঁড়িপাল্লায়’ ভোট চাইলেন

রাশিয়ার আরো ৫টি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে চায় ভারত

আপডেট সময় ১২:৪০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

রাশিয়া থেকে আরো পাঁচটি এস-৪০০ সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার পরিকল্পনা করছে ভারত। হিন্দুস্তান টাইমস সোমবার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই সপ্তাহে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তারা রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন।

নয়াদিল্লি মস্কোর সঙ্গে যৌথভাবে এস-৪০০ তৈরি করা বা সরাসরি ক্রয়ের দু’টি বিকল্পই বিবেচনা করছে।

ভারতীয় কর্মকর্তারা আশা করছেন, ডিসেম্বরের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরকালে এই চুক্তি স্বাক্ষর হতে পারে।
দক্ষিণ এশিয়ার দেশটি বেসরকারি খাতকেও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার রক্ষণাবেক্ষণ, মেরামত ও সংস্কার সুবিধা গড়ে তোলায় যুক্ত করতে চায় বলে প্রতিবেদনে জানানো হয়।

ভারত ইতিমধ্যে ২০১৮ সালে রাশিয়ার কাছ থেকে ৫.৪৩ বিলিয়ন ডলারে কেনা পাঁচটি এস-৪০০ সিস্টেমের মধ্যে তিনটি পেয়েছে। বাকি দুটি ২০২৬ সালে সরবরাহের কথা রয়েছে।

এস-৪০০ সিস্টেমগুলো গত মে মাসে পাকিস্তানের সঙ্গে চারদিনের উত্তেজনাকালে ভারতের বিমানঘাঁটি ও সামরিক স্থাপনাগুলো রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দক্ষতা এবং বিশেষ করে রুশ নির্মিত এই সিস্টেমের প্রশংসা করেছেন।

তিনি বলেন, এস-৪০০-এর মতো প্ল্যাটফর্মগুলো দেশকে অভূতপূর্ব শক্তি দিয়েছে। একটি শক্তিশালী নিরাপত্তা ঢাল এখন ভারতের পরিচয় হয়ে উঠেছে।’

এস-৪০০ ছাড়াও, নয়াদিল্লি রাশিয়া থেকে ২০০ কিলোমিটার পাল্লার আরভিভি-বিডি মিসাইল কেনার পরিকল্পনা করছে, যা তাদের সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানের সক্ষমতা আরো বাড়াবে।

বর্তমানে ভারতের সামরিক সরঞ্জামের প্রায় ৬০ শতাংশই রুশ নির্মিত। তবে মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় দেশটি নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছে। গত দুই দশকে রুশ প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো ভারতে একাধিক যৌথ প্রকল্পে অংশ নিয়েছে।