ঢাকা , শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিচারকের বাসায় হা’ম’লা, ছু’রিকা’ঘাতে ছেলে নি’হত: হা’মলা’কারী বিএনপি নেতার ছেলে ধানের শীষের প্রার্থীকে রেখে নেতাকর্মীরাই খেয়ে ফেললেন সব খাবার পুণেতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ নিহত, ১৫ আহত; আগুনে পুড়ে গেছে ট্রাক রাজশাহীতে ধানের শীষ সমর্থক নারী নেতা ও তার বোনকে হামলার অভিযোগ, বিএনপির সংবাদ সম্মেলন আসন সমঝোতায় অচলাবস্থা: জমিয়তের ১২ আসন দাবি, বিএনপি রাজি মাত্র ৫টিতে দেবীদ্বার আসনে লড়বেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশ-পাকিস্তানের আত্মিক বন্ধন অটুট: ফজলুর রহমান তোমাদের আপা আর আসবে না, আ.লীগকে লায়ন ফারুক জামায়াতের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান: বিএনপির মিথ্যা সংবাদের প্রতিবাদ জানালো জামায়াত এনসিপি এলে ৪০, না এলে ২৩ আসনে সমঝোতা করবে বিএনপি

সিলেটে মনোনয়ন নতুবা দলকে বিদায়ী সালাম আরিফুলের!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ১১১৪ বার পড়া হয়েছে

 

 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, জনগণের সহযোগিতা থাকলে বাঘের মতো কাজ করা যায়। আমাকে নিয়ে অনেক ষড়যন্ত্র, অনেক চক্রান্ত চলছে, চলুক। নিয়ত পরিষ্কার রেখে কাজ করলে আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমি এখনো সিদ্ধান্ত নেইনি, তবে দলের চেয়ারম্যানকে জানিয়েছি নির্বাচন করলে যদি আমাকে সংসদ সদস্য পদে মনোনয়ন দেন, তাহলে সিলেট-১ আসন দিতে হবে। আর যদি সংসদ সদস্য না দেন, তাহলে আমাকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিতে হবে। না হলে আমাকে বলতে হবে আপনাকে দিয়ে হবে না, আমি আসসালামু আলাইকুম।

 

 

সিলেট নগরের মেজরটিলা এলাকায় মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

 

সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী অভিযোগ করে বলেন, বিএনপি যাতে সংসদে যেতে না পারে, সরকার গঠন করতে না পারে—তার জন্য একটি বিশেষ দল ও মহল নতুন ফর্মুলা নিয়ে মাঠে কাজ করছে।

 

 

প্রতিপক্ষকে ইঙ্গিত দিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আমাদের নাম মুখে আনবেন না, নইলে আমরাও বলতে শুরু করব; কেউ ফেরেশতা না, ধোয়া তুলসীপাতা না। কে চাঁদা নেয়, কে দখলবাজ—জনগণ সব জানে। জনগণকে চোখ-কান খোলা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী বা দখলদারকে প্রশ্রয় দেওয়া যাবে না। সিলেট-ঢাকা মহাসড়ক ও রেলযোগাযোগের বেহাল অবস্থায় ক্ষোভ প্রকাশ করে আরিফুল হক চৌধুরী বলেন, সাইফুর রহমানের সময়ে তিন-চার ঘণ্টায় সিলেট থেকে ঢাকা যাওয়া যেত, এখন লাগে ১২ থেকে ১৫ ঘণ্টা। এমন উন্নয়ন চলতে দেওয়া যায় না। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে সিলেটবাসীকে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

 

 

তিনি বলেন, চট্টগ্রাম উন্নত হবে, উত্তরবঙ্গে ব্রিজ হবে—তাতে আপত্তি নেই, কিন্তু সিলেটকে অবহেলা করা হবে—এটা মেনে নেওয়া যাবে না। সিলেটের কথা এলেই বলা হয় সরকারের কাছে টাকা নেই, অথচ হাজার কোটি টাকা ব্যয় হয় অন্য অঞ্চলে।

 

 

সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এখন রাস্তাঘাট এমন অবস্থায় যে অসুস্থ রোগী নিয়ে যাওয়া যায় না, পথে রোগী মারা যায়। রেলের অবস্থাও করুণ। তাই রেল কর্তৃপক্ষ ও যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান—রাস্তা সংস্কার না হওয়া পর্যন্ত ঢাকা-সিলেট রুটে দুটি বিশেষ ট্রেন ও নতুন বগি বরাদ্দ দিতে হবে।

 

 

বিমানের ভাড়া তিন হাজার থেকে বারো হাজার টাকা হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বিমান কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে তাদের বিরুদ্ধেও জনগণ ব্যবস্থা নেবে।

 

 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে, তবে জনগণের শক্তিই হবে দলের ভরসা।

 

 

তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সন্ত্রাসী, দখলদার ও চাঁদাবাজদের থেকে দূরে থাকতে হবে এবং জনগণের পাশে থাকতে হবে।

 

 

সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির উপদেষ্টা শুকুর আহমদ, যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান, কৃষক দলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিচারকের বাসায় হা’ম’লা, ছু’রিকা’ঘাতে ছেলে নি’হত: হা’মলা’কারী বিএনপি নেতার ছেলে

সিলেটে মনোনয়ন নতুবা দলকে বিদায়ী সালাম আরিফুলের!

আপডেট সময় ১২:১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

 

 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, জনগণের সহযোগিতা থাকলে বাঘের মতো কাজ করা যায়। আমাকে নিয়ে অনেক ষড়যন্ত্র, অনেক চক্রান্ত চলছে, চলুক। নিয়ত পরিষ্কার রেখে কাজ করলে আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমি এখনো সিদ্ধান্ত নেইনি, তবে দলের চেয়ারম্যানকে জানিয়েছি নির্বাচন করলে যদি আমাকে সংসদ সদস্য পদে মনোনয়ন দেন, তাহলে সিলেট-১ আসন দিতে হবে। আর যদি সংসদ সদস্য না দেন, তাহলে আমাকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিতে হবে। না হলে আমাকে বলতে হবে আপনাকে দিয়ে হবে না, আমি আসসালামু আলাইকুম।

 

 

সিলেট নগরের মেজরটিলা এলাকায় মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

 

সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী অভিযোগ করে বলেন, বিএনপি যাতে সংসদে যেতে না পারে, সরকার গঠন করতে না পারে—তার জন্য একটি বিশেষ দল ও মহল নতুন ফর্মুলা নিয়ে মাঠে কাজ করছে।

 

 

প্রতিপক্ষকে ইঙ্গিত দিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আমাদের নাম মুখে আনবেন না, নইলে আমরাও বলতে শুরু করব; কেউ ফেরেশতা না, ধোয়া তুলসীপাতা না। কে চাঁদা নেয়, কে দখলবাজ—জনগণ সব জানে। জনগণকে চোখ-কান খোলা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী বা দখলদারকে প্রশ্রয় দেওয়া যাবে না। সিলেট-ঢাকা মহাসড়ক ও রেলযোগাযোগের বেহাল অবস্থায় ক্ষোভ প্রকাশ করে আরিফুল হক চৌধুরী বলেন, সাইফুর রহমানের সময়ে তিন-চার ঘণ্টায় সিলেট থেকে ঢাকা যাওয়া যেত, এখন লাগে ১২ থেকে ১৫ ঘণ্টা। এমন উন্নয়ন চলতে দেওয়া যায় না। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে সিলেটবাসীকে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

 

 

তিনি বলেন, চট্টগ্রাম উন্নত হবে, উত্তরবঙ্গে ব্রিজ হবে—তাতে আপত্তি নেই, কিন্তু সিলেটকে অবহেলা করা হবে—এটা মেনে নেওয়া যাবে না। সিলেটের কথা এলেই বলা হয় সরকারের কাছে টাকা নেই, অথচ হাজার কোটি টাকা ব্যয় হয় অন্য অঞ্চলে।

 

 

সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এখন রাস্তাঘাট এমন অবস্থায় যে অসুস্থ রোগী নিয়ে যাওয়া যায় না, পথে রোগী মারা যায়। রেলের অবস্থাও করুণ। তাই রেল কর্তৃপক্ষ ও যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান—রাস্তা সংস্কার না হওয়া পর্যন্ত ঢাকা-সিলেট রুটে দুটি বিশেষ ট্রেন ও নতুন বগি বরাদ্দ দিতে হবে।

 

 

বিমানের ভাড়া তিন হাজার থেকে বারো হাজার টাকা হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বিমান কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে তাদের বিরুদ্ধেও জনগণ ব্যবস্থা নেবে।

 

 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে, তবে জনগণের শক্তিই হবে দলের ভরসা।

 

 

তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সন্ত্রাসী, দখলদার ও চাঁদাবাজদের থেকে দূরে থাকতে হবে এবং জনগণের পাশে থাকতে হবে।

 

 

সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির উপদেষ্টা শুকুর আহমদ, যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান, কৃষক দলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।