ঢাকা , রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশে বিএনপির হাত ধরে বারবার গণতন্ত্র এসেছে: অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: ছারছীনা পীর সাহেব হামলার প্রতিবাদে গভীর রাতে শহিদ মিনারে শিক্ষকদের মোমবাতি প্রজ্বলন ২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা প্রাথমিক শিক্ষকদের পাশে থাকার ঘোষণা হাসনাত আবদুল্লাহর মধ্যরাতে ঢাকা গাজীপুর খুলনা সহ একযোগে ১৫ জেলার ডিসি বদল জয়পুরহাটে জামায়াতে যোগ দিলেন বিএনপির অর্ধশতাধিক কর্মী-সমর্থক চেতনানাশক খাইয়ে সিএনজি ছিনতাই চক্রের নয় সদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়াকে কেনো প্রতিবার অবহেলা— প্রশ্ন রুমিন ফারহানার খুলনায় দুই সাংবাদিকের উপর হামলা; স্থানীয় সাংবাদিক মহলের নিন্দা

কোনো দুর্নীতিবাজ বিএনপির সদস্য হতে পারবে না : রিজভী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২২:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

 

কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, টেন্ডারবাজ, চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারবে না বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবীর রিজভী আহমেদ।

 

শনিবার (১১ অক্টোবর) দুপুরে গাজীপুরের রাজবাড়ি মাঠে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

রিজভী আহমেদ বলেন, ‘নম্র-ভদ্র ব্যক্তিত্ব, শিক্ষক, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া সাধারণ মানুষকে সদস্য করতে নির্দেশনা রয়েছে। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এই দলে অনেকে আসার সুযোগ খুঁজবে।’

 

তিনি বলেন, ‘১৯৮১ সালে জিয়াউর রহমানকে হত্যা করে বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের পর দেশ যখন নতুন করে এগিয়ে যাচ্ছিল, ২০০৯ সালে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে মঈনউদ্দিন, ফখরুদ্দীন বেগম খালেদা জিয়ার উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে দিয়ে বাংলাদেশকে ফ্যাসিস্টের হাতে তুলে দিয়েছিল।’

 

তিনি আরো বলেন, ‘গত ১৬ বছর শেখ হাসিনা গণমাধ্যমের টুঁটি চেপে ধরেছিলেন।

 

ইচ্ছে করলে গণমাধ্যম সত্য প্রকাশ করতে পারত না। অনেক সাংবাদিক সাংবাদিকতা ছেড়ে দিয়ে বাইতুল মোকাররম মসজিদের সামনে টুপি বিক্রি করেছিলেন শেখ হাসিনার অত্যাচারে।’

 

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুসহ বিএনপির কেন্দ্রীয় ও গাজীপুর মহানগর শাখার নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশে বিএনপির হাত ধরে বারবার গণতন্ত্র এসেছে: অ্যাটর্নি জেনারেল

কোনো দুর্নীতিবাজ বিএনপির সদস্য হতে পারবে না : রিজভী

আপডেট সময় ১১:২২:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

 

কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, টেন্ডারবাজ, চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারবে না বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবীর রিজভী আহমেদ।

 

শনিবার (১১ অক্টোবর) দুপুরে গাজীপুরের রাজবাড়ি মাঠে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

রিজভী আহমেদ বলেন, ‘নম্র-ভদ্র ব্যক্তিত্ব, শিক্ষক, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া সাধারণ মানুষকে সদস্য করতে নির্দেশনা রয়েছে। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এই দলে অনেকে আসার সুযোগ খুঁজবে।’

 

তিনি বলেন, ‘১৯৮১ সালে জিয়াউর রহমানকে হত্যা করে বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের পর দেশ যখন নতুন করে এগিয়ে যাচ্ছিল, ২০০৯ সালে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে মঈনউদ্দিন, ফখরুদ্দীন বেগম খালেদা জিয়ার উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে দিয়ে বাংলাদেশকে ফ্যাসিস্টের হাতে তুলে দিয়েছিল।’

 

তিনি আরো বলেন, ‘গত ১৬ বছর শেখ হাসিনা গণমাধ্যমের টুঁটি চেপে ধরেছিলেন।

 

ইচ্ছে করলে গণমাধ্যম সত্য প্রকাশ করতে পারত না। অনেক সাংবাদিক সাংবাদিকতা ছেড়ে দিয়ে বাইতুল মোকাররম মসজিদের সামনে টুপি বিক্রি করেছিলেন শেখ হাসিনার অত্যাচারে।’

 

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুসহ বিএনপির কেন্দ্রীয় ও গাজীপুর মহানগর শাখার নেতারা।