কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের চরকাঠালিয়া গ্রামে বসতভিটা ও গরুর খামারের জমি দখল এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় দলিল লেখক আশিক ছফিউল্লাহ।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে কুমিল্লা জেলা মৎস্য ভবনের পাশে টাইমস নিউজের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। আশিক ছফিউল্লাহ বলেন, স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ মজনু, সাবেক যুবদল সভাপতি আব্দুল হাই মিলন, আবুল কালাম ও তার ভাই আবুল কাশেম এবং সেলিম মিয়ার নেতৃত্বে একটি চক্র গ্রামবাসীকে ভয়ভীতি দেখিয়ে জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে। তাদের সহযোগিতায় স্থানীয় ও দাউদকান্দি এলাকার কিছু দুষ্কৃতিকারীও যুক্ত হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করে বলেন, গত ৭ অক্টোবর দুপুরে তার অনুপস্থিতিতে ওই চক্রটি ৪০ থেকে ৫০ জন লোক নিয়ে এসে তার বসতভিটা ও খামারের জায়গায় অজ্ঞাতনামা ব্যক্তির নামে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। বিষয়টি জানতে পেরে তিনি সাইনবোর্ডগুলো সরিয়ে ফেললে, সন্ধ্যায় একটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে তাকে ফোন দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং রক্ত দিয়ে গোসল করার হুমকিও দেওয়া হয়।
এ ঘটনায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে বলেন, আমরা বর্তমানে পরিবার নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছি।সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের হস্তক্ষেপ, নিরাপত্তা ও আইনি সহায়তা কামনা করেন।

ডেস্ক রিপোর্ট 

























