ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ চলাকালে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চেয়ে চিৎকার করে প্রতিবাদ জানানোর পর দুজন ইসরায়েলি এমপিকে (পার্লামেন্ট মেম্বার) হল থেকে বের করে দেওয়া হয়েছে। গত ১৩ অক্টোবর ইসরায়েল-গাজা যুদ্ধবিরতি উপলক্ষে ট্রাম্পের ভাষণ চলাকালে এই ঘটনা ঘটে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুসারে, প্রতিবাদকারী দুই পার্লামেন্ট মেম্বার ছিলেন বামপন্থী হাদাস জোটের আইমান ওদেহ এবং অফের কাসিফ।
নেসেটে যা ঘটেছিল
ট্রাম্প তাঁর ভাষণ শুরু করার পর পরই আইমান ওদেহ ও অফের কাসিফ উঠে দাঁড়ান। তাঁরা ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চান এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও ফিলিস্তিনে মানবিক বিপর্যয়ের বিষয়ে স্লোগান দেন। এরপর দ্রুত নিরাপত্তা কর্মীরা তাঁদেরকে হল থেকে বের করে দেন।
ট্রাম্পের ভাষণ শুরুর কিছুক্ষণ আগে আইমান ওদেহ তাঁর ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখেছিলেন:
“পার্লামেন্টে যে পরিমাণ ভণ্ডামি চলছে, তা অসহনীয়। পরিকল্পিত অভিনয়ের মাধ্যমে নেতানিয়াহুর প্রশংসা করে ট্রাম্পকে যে মুকুট পরানো হচ্ছে, তা গাজায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায় বা লক্ষাধিক ফিলিস্তিনি ও হাজারো ইসরায়েলির রক্তের দায় থেকে তাঁকে মুক্ত করতে পারে না। কেবল দখলদারির অবসান এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়াই প্রকৃত ন্যায়বিচার, শান্তি ও নিরাপত্তা নিয়ে আসবে।”
যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের মন্তব্য
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৩ অক্টোবর নেসেটে ভাষণ দিতে ইসরায়েলে পৌঁছান। ইসরায়েলের পর মিশরে গিয়ে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা রয়েছে তাঁর।
নেসেটে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন স্তরের সূচনা। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে মঞ্চে আমন্ত্রণ জানান এবং তাঁর প্রশংসা করে বলেন, “তাঁর সঙ্গে কাজ করা সহজ নয়, কিন্তু তাঁর এই স্বভাবটাই তাঁকে মহান করে তুলেছে।” এ সময় ট্রাম্প আরব ও মুসলিম দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, ভবিষ্যৎ প্রজন্ম আজকের এই মুহূর্তকে শান্তির ইতিহাস হিসেবে স্মরণ করবে।

ডেস্ক রিপোর্ট 

























