ঢাকা , শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিচারকের বাসায় হা’ম’লা, ছু’রিকা’ঘাতে ছেলে নি’হত: হা’মলা’কারী বিএনপি নেতার ছেলে ধানের শীষের প্রার্থীকে রেখে নেতাকর্মীরাই খেয়ে ফেললেন সব খাবার পুণেতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ নিহত, ১৫ আহত; আগুনে পুড়ে গেছে ট্রাক রাজশাহীতে ধানের শীষ সমর্থক নারী নেতা ও তার বোনকে হামলার অভিযোগ, বিএনপির সংবাদ সম্মেলন আসন সমঝোতায় অচলাবস্থা: জমিয়তের ১২ আসন দাবি, বিএনপি রাজি মাত্র ৫টিতে দেবীদ্বার আসনে লড়বেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশ-পাকিস্তানের আত্মিক বন্ধন অটুট: ফজলুর রহমান তোমাদের আপা আর আসবে না, আ.লীগকে লায়ন ফারুক জামায়াতের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান: বিএনপির মিথ্যা সংবাদের প্রতিবাদ জানালো জামায়াত এনসিপি এলে ৪০, না এলে ২৩ আসনে সমঝোতা করবে বিএনপি

ভোটের দিন ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’ চায় শিবির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের দিনে তাৎক্ষণিক অভিযোগ নিষ্পত্তির জন্য ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’ গঠনের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’।

 

 

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলের জিএস প্রার্থী সাঈদ বিন হাবিব লিখিত বক্তব্যে এ দাবি জানান।

 

 

লিখিত বক্তব্যে সাঈদ বিন হাবিব ৪টি বিষয়ের ওপর গুরুত্ব দেন। বিষয়গুলো হলো- অনলাইনে মিথ্যা তথ্য, বিভ্রান্তি ও বুলিং মোকাবিলায় প্রশাসনের নিষ্ক্রিয়তা; আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এবং এ বিষয়ে প্রশাসনের নিষ্ক্রিয়তা; নির্বাচনের দিন অভিযোগ নিষ্পত্তির জন্য জরুরি রেসপন্স টিম গঠন করা এবং দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সহজ ও নিখুঁত ভোট ব্যবস্থা নিশ্চিত করা।

 

সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী ইব্রাহিম হোসেন রনি তার বক্তব্যে বলেন, নির্বাচন কমিশন এখনো অনেক বিষয় স্পষ্ট করেনি। এছাড়া প্রতিনিয়ত প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিচ্ছেন না।

 

তিনি বলেন, দীর্ঘ ৩৬ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনের অনেক বিষয় আমাদের কাছে অস্পষ্ট। আশা করছি, নির্বাচন কমিশন এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখবেন। এছাড়া দৃষ্টিপ্রতিন্ধী শিক্ষার্থীদের বিষয়টি গুরুত্ব দিয়ে খুব শীঘ্রই আমাদের অবহিত করবেন।

 

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা আমাদের যোগ্য মনে করলে নির্বাচিত করবেন। অন্য প্যানেলের প্রার্থীরা জিতলেও আমাদের আফসোস নেই। যেই নির্বাচিত হোক না কেন আমরা সবাই জিতে যাব।

 

এ সময় প্যানেলের অন্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

 

 

উল্লেখ্য, আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচন। নির্বাচন কেন্দ্রীয় এবং হল সংসদে প্রার্থী হয়েছেন ৯০৮ জন। কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪১৫ জন এবং হল সংসদে অংশ নিচ্ছেন ৪৯৩ জন। নির্বাচন কমিশনের তথ্যমতে, চাকসু নির্বাচনে ভোটদানে অংশ নেবেন ২৭ হাজার ৫১৬ জন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিচারকের বাসায় হা’ম’লা, ছু’রিকা’ঘাতে ছেলে নি’হত: হা’মলা’কারী বিএনপি নেতার ছেলে

ভোটের দিন ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’ চায় শিবির

আপডেট সময় ০২:০০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের দিনে তাৎক্ষণিক অভিযোগ নিষ্পত্তির জন্য ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’ গঠনের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’।

 

 

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলের জিএস প্রার্থী সাঈদ বিন হাবিব লিখিত বক্তব্যে এ দাবি জানান।

 

 

লিখিত বক্তব্যে সাঈদ বিন হাবিব ৪টি বিষয়ের ওপর গুরুত্ব দেন। বিষয়গুলো হলো- অনলাইনে মিথ্যা তথ্য, বিভ্রান্তি ও বুলিং মোকাবিলায় প্রশাসনের নিষ্ক্রিয়তা; আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এবং এ বিষয়ে প্রশাসনের নিষ্ক্রিয়তা; নির্বাচনের দিন অভিযোগ নিষ্পত্তির জন্য জরুরি রেসপন্স টিম গঠন করা এবং দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সহজ ও নিখুঁত ভোট ব্যবস্থা নিশ্চিত করা।

 

সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী ইব্রাহিম হোসেন রনি তার বক্তব্যে বলেন, নির্বাচন কমিশন এখনো অনেক বিষয় স্পষ্ট করেনি। এছাড়া প্রতিনিয়ত প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিচ্ছেন না।

 

তিনি বলেন, দীর্ঘ ৩৬ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনের অনেক বিষয় আমাদের কাছে অস্পষ্ট। আশা করছি, নির্বাচন কমিশন এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখবেন। এছাড়া দৃষ্টিপ্রতিন্ধী শিক্ষার্থীদের বিষয়টি গুরুত্ব দিয়ে খুব শীঘ্রই আমাদের অবহিত করবেন।

 

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা আমাদের যোগ্য মনে করলে নির্বাচিত করবেন। অন্য প্যানেলের প্রার্থীরা জিতলেও আমাদের আফসোস নেই। যেই নির্বাচিত হোক না কেন আমরা সবাই জিতে যাব।

 

এ সময় প্যানেলের অন্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

 

 

উল্লেখ্য, আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচন। নির্বাচন কেন্দ্রীয় এবং হল সংসদে প্রার্থী হয়েছেন ৯০৮ জন। কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪১৫ জন এবং হল সংসদে অংশ নিচ্ছেন ৪৯৩ জন। নির্বাচন কমিশনের তথ্যমতে, চাকসু নির্বাচনে ভোটদানে অংশ নেবেন ২৭ হাজার ৫১৬ জন।