২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রামু উপজেলার উত্তম কুমার বড়ুয়া নামের এক যুবকের বিরুদ্ধে ফেসবুকে কুরআন অবমাননার ছবি পোস্ট করার অভিযোগ ওঠার পর থেকে নিখোঁজ ছিলেন। ওই ঘটনায় ধর্মীয় উত্তেজনা সৃষ্টি হয় এবং রাতে ১২টি বৌদ্ধবিহার ও ৩৪টি বসতবাড়ি পুড়ে যায়।
ঘটনায় ১৮টি মামলা দায়ের হলেও বিচার এখনও সম্পূর্ণ হয়নি।
সম্প্রতি উত্তম বড়ুয়া ফ্রান্সের একটি বিমান বন্দরে দেখা গেছে, যেখানে তিনি স্ত্রী ও সন্তানকে স্বাগত জানান।
সাংবাদিক এ কে এম আতিকুজ্জামান ফেসবুকে একটি ছবি পোস্ট করে জানান, ১৩ বছর ১৩ দিন পর পৃথিবী তার খোঁজ পেয়েছে।
সাংবাদিক এ কে এম আতিকুজ্জামান ফেসবুকে একটি ছবি পোস্ট করে এ খবর নিশ্চিত করেছেন।
পোস্টে আতিকুজ্জামান উল্লেখ করেছেন, দীর্ঘ সময় নিখোঁজ থাকা উত্তম বড়ুয়া ও তার পরিবার নানা সামাজিক ও পারিবারিক কষ্ট সহ্য করেছেন। বিশেষ করে স্ত্রী রিতা বড়ুয়া একা সন্তানকে বড় করেছেন। বর্তমানে সপরিবারে ফ্রান্সে অবস্থান করছেন।
স্থানীয় সূত্র জানায়, উত্তম বড়ুয়া রাজনৈতিক আশ্রয় নিয়ে ইউরোপে অবস্থান করছেন। তবে দেশে ফিরেছেন স্ত্রী রিতা বড়ুয়া এবং একমাত্র সন্তান আদিত্য।

ডেস্ক রিপোর্ট 

























