ঢাকা , রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশে বিএনপির হাত ধরে বারবার গণতন্ত্র এসেছে: অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: ছারছীনা পীর সাহেব হামলার প্রতিবাদে গভীর রাতে শহিদ মিনারে শিক্ষকদের মোমবাতি প্রজ্বলন ২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা প্রাথমিক শিক্ষকদের পাশে থাকার ঘোষণা হাসনাত আবদুল্লাহর মধ্যরাতে ঢাকা গাজীপুর খুলনা সহ একযোগে ১৫ জেলার ডিসি বদল জয়পুরহাটে জামায়াতে যোগ দিলেন বিএনপির অর্ধশতাধিক কর্মী-সমর্থক চেতনানাশক খাইয়ে সিএনজি ছিনতাই চক্রের নয় সদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়াকে কেনো প্রতিবার অবহেলা— প্রশ্ন রুমিন ফারহানার খুলনায় দুই সাংবাদিকের উপর হামলা; স্থানীয় সাংবাদিক মহলের নিন্দা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে বিজিবি মোতায়েন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল থেকেই শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে সারিবদ্ধভাবে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। তবে নির্বাচনের দিনে সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর রেলগেট এলাকার রফিক ছাত্রাবাসের সামনে প্রায় শতাধিক বহিরাগত ছাত্রদল ও যুবদলের স্থানীয় নেতাকর্মীরা জড়ো হয়েছেন। এ ঘটনার পর বুধবার (১৫ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

বহিরাগতদের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সমাজতত্ত্ব বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী প্রতীক সিকদার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কিন্তু বহিরাগতদের অবস্থান ও শোডাউন শিক্ষার্থীদের মাঝে শঙ্কার সৃষ্টি করছে। আমরা চাই না বাইরের কেউ আমাদের নির্বাচনে প্রভাব বিস্তার করুক। কর্তৃপক্ষকে বিষয়টি নিশ্চিত করতে হবে।’

 

 

 

এ বিষয়ে আজ বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দীন বলেন, ‘আমি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান করছি। বাইরে ছাত্রদলের নেতাকর্মীদের জড়ো হওয়ার বিষয়টি এসপিকে জানিয়েছি। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন।’

 

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তবে শিক্ষার্থীরা আশা করছেন, শেষ পর্যন্ত যেন কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই গণতান্ত্রিক পরিবেশে চাকসু ও হল সংসদ নির্বাচন সম্পন্ন হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশে বিএনপির হাত ধরে বারবার গণতন্ত্র এসেছে: অ্যাটর্নি জেনারেল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে বিজিবি মোতায়েন

আপডেট সময় ১২:৩৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল থেকেই শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে সারিবদ্ধভাবে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। তবে নির্বাচনের দিনে সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর রেলগেট এলাকার রফিক ছাত্রাবাসের সামনে প্রায় শতাধিক বহিরাগত ছাত্রদল ও যুবদলের স্থানীয় নেতাকর্মীরা জড়ো হয়েছেন। এ ঘটনার পর বুধবার (১৫ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

বহিরাগতদের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সমাজতত্ত্ব বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী প্রতীক সিকদার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কিন্তু বহিরাগতদের অবস্থান ও শোডাউন শিক্ষার্থীদের মাঝে শঙ্কার সৃষ্টি করছে। আমরা চাই না বাইরের কেউ আমাদের নির্বাচনে প্রভাব বিস্তার করুক। কর্তৃপক্ষকে বিষয়টি নিশ্চিত করতে হবে।’

 

 

 

এ বিষয়ে আজ বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দীন বলেন, ‘আমি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান করছি। বাইরে ছাত্রদলের নেতাকর্মীদের জড়ো হওয়ার বিষয়টি এসপিকে জানিয়েছি। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন।’

 

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তবে শিক্ষার্থীরা আশা করছেন, শেষ পর্যন্ত যেন কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই গণতান্ত্রিক পরিবেশে চাকসু ও হল সংসদ নির্বাচন সম্পন্ন হয়।