‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’-এর স্বাক্ষর অনুষ্ঠানটি দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দিতে সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে সরাসরি সম্প্রচার করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পাশাপাশি আগামীকাল (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাওয়া এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে তিনি দেশবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে এক বার্তায় এ অনুরোধ জানান তিনি।
প্রধান উপদেষ্টার বার্তায় বলা হয়েছে, ‘আমরা সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে আহ্বান জানাই: জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করুন।’
তিনি দেশের প্রতিটি নাগরিককে এই ঐতিহাসিক মুহূর্তের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনি যেখানেই থাকুন–ঘরে বা পথে, দোকানে, কারখানায়, মাঠে বা খেলাধুলার প্রাঙ্গণে–যুক্ত হোন এই ঐতিহাসিক মুহূর্তের সঙ্গে!’
বার্তায় ঐক্যের ওপর জোর দিয়ে বলা হয়, ‘রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত ভিন্নতা সত্ত্বেও আমরা সবাই একত্রে দাঁড়িয়েছি–একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে।’
প্রধান উপদেষ্টা দেশবাসীকে এই দিনটি একসঙ্গে উদ্যাপন করার আহ্বান জানান। তিনি বলেন, ‘এটাই আমাদের একসঙ্গে উদ্যাপনের সময়–ঐক্যের শক্তি অনুভব করার সময়–গৌরব ও আশায় ভরপুর এই ঐতিহাসিক দিন থেকে নতুন প্রেরণা নেয়ার সময়!’
উল্লেখ্য, আগামীকাল শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বহুল প্রতীক্ষিত ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’-এর স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ডেস্ক রিপোর্ট 



















