ঢাকা , সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেহেরপুরে খোকসা যুব সংঘের কমিটি গঠন: সভাপতি হামিদুল, সাধারণ সম্পাদক সেলিম রেজা নাটোরে জামায়াতে যোগ দিলেন বিএনপি-জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী বরিশালে জামায়াত নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা মেহেরপুরে পদ্মফুল তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর মর্মান্তিক মৃত্যু বিএনপির পাঁচ নেতাকে সব পদ থেকে বহিষ্কার ‘ফজু পাগলা’ উপাধিতে গর্বিত বিএনপি প্রার্থী ফজলুর রহমান: বলেন, আমার জন্য সারা দেশের মানুষ পাগল গৌরীপুরে সংঘর্ষের জেরে বিএনপির ৫ নেতা বহিষ্কার জিয়া পরিবারের আদর্শ ধরে রাখতে জীবন দিতেও পিছু হটবো না: এস এম জাহাঙ্গীর শাপলাকলি’ প্রতীক নিয়ে নির্বাচনে এনসিপি: জনগণের রাজনীতি গড়ে তুলতে আহ্বান নাহিদ ইসলামের গৌরীপুরে বিএনপির মনোনয়ন দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ৪০

শরীয়তপুরে মাদক ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুশিয়ারি সহকারী পুলিশ সুপারের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

মাদক ব্যবসায়ীদের জন্য ভেদরগঞ্জে কোনো জায়গা নেই। এখনই এলাকা ছেড়ে চলে যান, না হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদক ব্যবসায়ীদের এমন হুশিয়ারি দিয়েছেন সহকারী পুলিশ সুপার ভেদরগঞ্জ (সার্কেল) সৌম্য শেখর পাল।

 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী ও সামাজিক অপরাধ দমনবিষয়ক সচেতনতামূলক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন।

 

 

 

সহকারী পুলিশ সুপার সৌম্য শেখর পাল বলেন, “মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। মাদক ব্যবসায়ী কিংবা সেবনকারী কেউ রেহাই পাবে না। পাশাপাশি অবৈধ বালু উত্তোলন, সন্ত্রাস, জুয়া, বাল্যবিয়ে, জমি দখল ও চাঁদাবাজির মতো অপরাধের বিরুদ্ধেও পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। যদি কেউ আজকের পর থেকে মাদক ব্যবসা ছেড়ে ভালো হয়ে যায় তাহলে তিনি ভেদরগঞ্জে থাকতে পারবে। কোন মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের স্থান ভেদরগঞ্জে হবে না।

 

তিনি আরও বলেন, “এই সব অপরাধ সমাজে অস্থিরতা সৃষ্টি করে। যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের রাজনৈতিক প্রভাব বা পরিচয় যাই থাকুক না কেন, আইনের আওতায় আনা হবে। অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দাতারাও ছাড় পাবে না। তাছাড়া সন্তানদের প্রয়োজন ছাড়া মোটরসাইকেল কিনে না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সন্তানরা সন্ধ্যার পরে সঠিক সময়ে বাসায় না যাওয়া সহ অনলাইনে জুয়ায় আসক্ত হয়েছে কি না সেবিষয়ে খোঁজ খবর নিতে বলেন এই কর্মকর্তা। কেউ পুলিশকে তথ্য দিলে তার পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।

 

পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, আমরা প্রতিটি এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছি। মাদক, বালু চুরি, জমি দখল ও চাঁদাবাজি যারা করছেন, তাদের চিহ্নিত করা হয়েছে। স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আমরা দ্রুত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো। আমরা চাই সবাই সচেতন হোক এবং অপরাধ থেকে দূরে থাকুক। পুলিশের সঙ্গে নাগরিকদের সহযোগিতা অপরিহার্য। জনসাধারণ যদি এই অভিযানে সহযোগিতা না করেন তাহলে অপরাধ দমন কার্যক্রমে বাধা সৃষ্টি হবে।

 

 

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভেদরগঞ্জ থানার সেকেন্ড অফিসার মো.হাফিজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের এস.আই জাহিদুল হক, বার্তা বাজার পত্রিকার জেলা প্রতিনিধি আশিকুর রহমান হৃদয়।

 

সভায় স্থানীয় জন-প্রতিনিধি,বিট পুলিশ অফিসার,জেলা পুলিশ সদস্য,শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষার্থী, গ্রাম পুলিশ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

সহকারী পুলিশ সুপার সমাজের সকল শ্রেণির মানুষকে মাদক ও অপরাধ দমনে সহযোগিতা করার আহ্বান জানান এবং তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় গড়ে তোলার পরামর্শ দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে খোকসা যুব সংঘের কমিটি গঠন: সভাপতি হামিদুল, সাধারণ সম্পাদক সেলিম রেজা

শরীয়তপুরে মাদক ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুশিয়ারি সহকারী পুলিশ সুপারের

আপডেট সময় ১২:৩৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

মাদক ব্যবসায়ীদের জন্য ভেদরগঞ্জে কোনো জায়গা নেই। এখনই এলাকা ছেড়ে চলে যান, না হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদক ব্যবসায়ীদের এমন হুশিয়ারি দিয়েছেন সহকারী পুলিশ সুপার ভেদরগঞ্জ (সার্কেল) সৌম্য শেখর পাল।

 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী ও সামাজিক অপরাধ দমনবিষয়ক সচেতনতামূলক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন।

 

 

 

সহকারী পুলিশ সুপার সৌম্য শেখর পাল বলেন, “মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। মাদক ব্যবসায়ী কিংবা সেবনকারী কেউ রেহাই পাবে না। পাশাপাশি অবৈধ বালু উত্তোলন, সন্ত্রাস, জুয়া, বাল্যবিয়ে, জমি দখল ও চাঁদাবাজির মতো অপরাধের বিরুদ্ধেও পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। যদি কেউ আজকের পর থেকে মাদক ব্যবসা ছেড়ে ভালো হয়ে যায় তাহলে তিনি ভেদরগঞ্জে থাকতে পারবে। কোন মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের স্থান ভেদরগঞ্জে হবে না।

 

তিনি আরও বলেন, “এই সব অপরাধ সমাজে অস্থিরতা সৃষ্টি করে। যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের রাজনৈতিক প্রভাব বা পরিচয় যাই থাকুক না কেন, আইনের আওতায় আনা হবে। অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দাতারাও ছাড় পাবে না। তাছাড়া সন্তানদের প্রয়োজন ছাড়া মোটরসাইকেল কিনে না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সন্তানরা সন্ধ্যার পরে সঠিক সময়ে বাসায় না যাওয়া সহ অনলাইনে জুয়ায় আসক্ত হয়েছে কি না সেবিষয়ে খোঁজ খবর নিতে বলেন এই কর্মকর্তা। কেউ পুলিশকে তথ্য দিলে তার পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।

 

পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, আমরা প্রতিটি এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছি। মাদক, বালু চুরি, জমি দখল ও চাঁদাবাজি যারা করছেন, তাদের চিহ্নিত করা হয়েছে। স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আমরা দ্রুত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো। আমরা চাই সবাই সচেতন হোক এবং অপরাধ থেকে দূরে থাকুক। পুলিশের সঙ্গে নাগরিকদের সহযোগিতা অপরিহার্য। জনসাধারণ যদি এই অভিযানে সহযোগিতা না করেন তাহলে অপরাধ দমন কার্যক্রমে বাধা সৃষ্টি হবে।

 

 

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভেদরগঞ্জ থানার সেকেন্ড অফিসার মো.হাফিজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের এস.আই জাহিদুল হক, বার্তা বাজার পত্রিকার জেলা প্রতিনিধি আশিকুর রহমান হৃদয়।

 

সভায় স্থানীয় জন-প্রতিনিধি,বিট পুলিশ অফিসার,জেলা পুলিশ সদস্য,শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষার্থী, গ্রাম পুলিশ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

সহকারী পুলিশ সুপার সমাজের সকল শ্রেণির মানুষকে মাদক ও অপরাধ দমনে সহযোগিতা করার আহ্বান জানান এবং তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় গড়ে তোলার পরামর্শ দেন।