ঢাকা , সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেহেরপুরে খোকসা যুব সংঘের কমিটি গঠন: সভাপতি হামিদুল, সাধারণ সম্পাদক সেলিম রেজা নাটোরে জামায়াতে যোগ দিলেন বিএনপি-জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী বরিশালে জামায়াত নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা মেহেরপুরে পদ্মফুল তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর মর্মান্তিক মৃত্যু বিএনপির পাঁচ নেতাকে সব পদ থেকে বহিষ্কার ‘ফজু পাগলা’ উপাধিতে গর্বিত বিএনপি প্রার্থী ফজলুর রহমান: বলেন, আমার জন্য সারা দেশের মানুষ পাগল গৌরীপুরে সংঘর্ষের জেরে বিএনপির ৫ নেতা বহিষ্কার জিয়া পরিবারের আদর্শ ধরে রাখতে জীবন দিতেও পিছু হটবো না: এস এম জাহাঙ্গীর শাপলাকলি’ প্রতীক নিয়ে নির্বাচনে এনসিপি: জনগণের রাজনীতি গড়ে তুলতে আহ্বান নাহিদ ইসলামের গৌরীপুরে বিএনপির মনোনয়ন দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ৪০

ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা ও মহানবীকে অবমাননার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৪৪১ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা ও মহানবী (সা.) কে উদ্দেশ্য করে এক শিক্ষার্থীর অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ।

 

রোববার ( ১৯ অক্টোবর ) রাতে এ কর্মসূচি শুরু করেন তারা। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরিবহন মার্কেটে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

 

 

জুবায়েদ রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

 

 

বিক্ষোভ মিছিলে তারা ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহির’, ‘ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দেয়।

 

এসময় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহী বলেন, ‘জুবায়ের হোসেনকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা ন্যাক্কারজনক। জুবায়ের হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনতে হবে পাশাপাশি মহানবী (সা.) কে নিয়ে কটুক্তি ও অবমাননা করার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে।’

 

এর আগে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল আহমেদের এক ফেসবুক পোস্টের মন্তব্যের প্রতি উত্তরে দিপ্ত রয় নামের এক শিক্ষার্থী মহানবী (সা.)-কে উদ্দেশ করে অশালীন ও অবমাননাকর মন্তব্য করেন। পরবর্তীকালে তিনি সোশ্যাল মিডিয়ার স্টোরিতে কালেমা বিকৃতভাবে ব্যবহার করে এবং রাসুল (সা.)-কে সম্মানহানি করে ব্যঙ্গাত্মক বার্তা প্রকাশ করেছেন। এসব মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে সমালোচনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

এসময় বিক্ষোভ সমাবেশে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল, সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ, জান্নাতুন নাঈম তুহিনাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে খোকসা যুব সংঘের কমিটি গঠন: সভাপতি হামিদুল, সাধারণ সম্পাদক সেলিম রেজা

ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা ও মহানবীকে অবমাননার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

আপডেট সময় ০১:০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা ও মহানবী (সা.) কে উদ্দেশ্য করে এক শিক্ষার্থীর অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ।

 

রোববার ( ১৯ অক্টোবর ) রাতে এ কর্মসূচি শুরু করেন তারা। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরিবহন মার্কেটে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

 

 

জুবায়েদ রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

 

 

বিক্ষোভ মিছিলে তারা ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহির’, ‘ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দেয়।

 

এসময় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহী বলেন, ‘জুবায়ের হোসেনকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা ন্যাক্কারজনক। জুবায়ের হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনতে হবে পাশাপাশি মহানবী (সা.) কে নিয়ে কটুক্তি ও অবমাননা করার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে।’

 

এর আগে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল আহমেদের এক ফেসবুক পোস্টের মন্তব্যের প্রতি উত্তরে দিপ্ত রয় নামের এক শিক্ষার্থী মহানবী (সা.)-কে উদ্দেশ করে অশালীন ও অবমাননাকর মন্তব্য করেন। পরবর্তীকালে তিনি সোশ্যাল মিডিয়ার স্টোরিতে কালেমা বিকৃতভাবে ব্যবহার করে এবং রাসুল (সা.)-কে সম্মানহানি করে ব্যঙ্গাত্মক বার্তা প্রকাশ করেছেন। এসব মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে সমালোচনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

এসময় বিক্ষোভ সমাবেশে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল, সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ, জান্নাতুন নাঈম তুহিনাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।