একনজরে বিশ্বকাপের গ্রুপপর্বে ১০ অধিনায়কের পারফরম্যান্স দেখে নিন

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপের গ্রুপপর্ব শেষ হয়েছে। গ্রুপপর্ব শেষে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে চার দল। তারা হল- অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

এদিকে একনজরে গ্রুপপর্ব শেষে ১০ অধিনায়কের পারফরম্যান্স দেখে নিন-

অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৯ ম্যাচ খেলে ৫০৭ রান করেছেন। যেখানে তার সর্বোচ্চ রানের ইনিংস ১৫৩।

আফগানিস্তান অধিনায়ক গুলবাদিন নাইব ৯ ম্যাচ খেলে ব্যাট হাতে করেছেন ১৯৪ রান এবং বল হাতে ৯ উইকেট শিকার করেছেন।

শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে ৭ ম্যাচ খেলে ২২২ রান করেছেন। যেখানে তার সর্বোচ্চ রানের ইনিংস ৯৭।

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ৮ ম্যাচ খেলে ৪৪২ রান করেছেন। যেখানে তার সর্বোচ্চ রানের ইনিংস ৮২।

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার ৯ ম্যাচ খেলে ব্যাট হাতে ১৭০ রান করেছেন এবং বল হাতে ৮ উইকেট শিকার করেছেন।

ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান ৯ ম্যাচ খেলে ৩১৭ রান করেন। যেখানে তার সর্বোচ্চ রানের ইনিংস ১৪৮।

পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ ৮ ম্যাচ খেলে ১৪৩ রান করেছেন। যেখানে তার সর্বোচ্চ রানের ইনিংস ৫৫।

বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ৮ ম্যাচ খেলে মাত্র ১টি উইকেট শিকার করেছেন। অন্যদিকে ব্যাট হাতে করেছেন ৩৪ রান।

নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ৭ ম্যাচ খেলে ৪৮১ রান করেছেন। যেখানে তার সর্বোচ্চ রানের ইনিংস ১৪৮। বল হাতে ২টি উইকেট শিকার করেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস ৮ ম্যাচ খেলে ৩৮৭ রান করেছেন। যেখানে তার সর্বোচ্চ রানের ইনিংস ১০০।