ইমরান খানের অনুরোধে মুসলিমদের মৃতদেহ আগুনে পোড়ানো বন্ধ করলো শ্রীলঙ্কা

পাকিস্তানের প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক সফরে শ্রীলংকার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসের কাছে মুসলিম মৃতদেহ আগুনে পোড়ানো বন্ধের অনুরোধ করেছিলেন। ডেইলি সাবাহ

দেশটির স্বাস্থ্যমন্ত্রী পবিত্রা ওয়ান্নিয়ারাচ্চি এই নিষেধাজ্ঞা জারির কোনো কারণ উল্লেখ করেননি। তবে সরকারী সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্তের জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে টুইটারে ধন্যবাদ জানিয়েছেন ইমরান খান।

করোনাকালে শ্রীলঙ্কা সরকার কোভিডে আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের মৃতদেহ আগুনে পোড়ানোকে বাধ্যতামূলক করে আইন পাস করে। কারণ হিসেবে বলা হয়েছিলো, দাফন করা মৃতদেহ ভাইরাস ছড়াতে পারে।

তবে, এই আইনটি পাসের পরই ব্যাপক বিক্ষোভ হয়েছে শ্রীলঙ্কায়। বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম-অমুসলিম সবাই এই আইনের প্রতিবাদ জানায়। এটিকে ধর্মীয় অধিকার লঙ্ঘনের শামিল বলে তা বন্ধের আহ্বান জানিয়েছিলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।