মুজিব শতবর্ষে জন্ম নেওয়া শিশুটির নাম রাখা হলো ‘হাসিনা’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর প্রথম প্রহরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এক শিশুর জন্ম হয়েছে। এ জন্য ওই শিশুটির নাম বঙ্গবন্ধু কন্যার নামের সঙ্গে মিল রেখে ‘হাসিনা’ রাখা হয়েছে।

বুধবার (১৭ মার্চ) সকালে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর পরিবার কল্যাণ কেন্দ্রে নরমাল ডেলিভারির মাধ্যমে শিশুটির জন্ম হয়। শিশুটির বাবার নাম আলাউদ্দিন আর মায়ের নাম শারমিন। এটি তাদের প্রথম সন্তান। তাদের বাড়ি একই ইউনিয়ের সৈয়দপুর গ্রামের মিজি বাড়ি।

এদিকে খবর পেয়ে শিশু হাসিনাকে উপহার দিতে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া ও থানার ওসি হারুনুর রশিদ।

কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, বঙ্গবন্ধুর ১০১তম বর্ষের প্রথম দিনে শিশুটি জন্ম নেওয়ায় প্রধানমন্ত্রীর নামের সঙ্গে মিল রেখে হাসিনা রাখা হয়েছে।