ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করব: হাবিব

এবার কোরিওগ্রাফার হাবিবকে অপমান করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। শুক্রবার রাজধানীতে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেছেন দেশের শীর্ষ ও দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া কোরিওগ্রাফার হাবিব। দেশের প্রথম সারির এই কোরিওগ্রাফার বলেন, ‘আমাকে ফোন করে চলচ্চিত্র শিল্পী সমিতিতে ডাকা হয়েছে। বলা হয়েছিল আমার একটি ঈদ গিফট আছে। ঈদ গিফট বলতে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়া হয় বোনাস হিসেবে। আমি সেটা নিতেই শিল্পী সমিতির অফিসে যাই।’

তিনি বলেন, ‘ইলিয়াস কাঞ্চন সাহেব আমাকে বলেন, তোমার তো অনেক টাকা, তুমি হাত পাতো কেন? হ্যাঁ, আমার টাকা আছে। আমার কোটি টাকা থাক, কিন্তু উনি আমাকে হাত পাতার কথা বলবেন কেন? আমি ওনাকে বললাম, এটা কী বললেন? আমাকে যেটা দেওয়া হবে, তা বাইরে আমার কিছু সহশিল্পী আছে তাদের দিয়ে দেব। এ সময় কাঞ্চন সাহেব আমাকে বলেন, তুমি তোমার টাকা থেকে দাও, এখান থেকে কেন দিবা?’

এ সময় হাবিব বিস্ময় প্রকাশ করে বলেন, ‘কাঞ্চন সাহেব আমাকে এসব বলার কে? উনি জানেন আমি জুনিয়র শিল্পীদের দেই কি না। আমি নিজের পকেটের টাকা দেই। শিল্পী সমিতি থেকে যেটা পেতাম সেটাও ওদের (জুনিয়র শিল্পী) দিয়ে দিতাম। উনি আমাকে এসব বলবেন কেন? ওনাকে আমাদের সভাপতি বানানোই ভুল হইছে। সালাম দিলেও সালাম নেন না। জীবনে ওনার মুখে হাসি দেখিনি।’

এদিকে ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করবেন জানিয়ে হাবিব বলেন, ‘শিল্পী সমিতিতে অভিযোগ করে কী হবে? উনি নিজেই তো সভাপতি, উনি কী বিচার করবেন? তবে আমি পরিচালক সমিতি, প্রযোজক সমিতি থেকে শুরু করে সব সমিতিতে লিখিত অভিযোগ করব।’ এবারের ঈদে শাকিব খানের ‘লিডার : আমিই বাংলাদেশ’সহ ৫টি সিনেমার কোরিওগ্রাফারের কাজ করেছেন হাবিব।