এবার জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, এনসিপির নেতাদের বলতে চাই আপনারা পাটোয়ারী সাহেবকে থামান। তিনি যেকথা বলছেন তাতে মানুষ আপনাদের নিয়ে হাসাহাসি করছে। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও তিনি একথা বলেন। মাসুদ কামাল বলেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী নির্বাচন কমিশনে গিয়েছিলেন।
সেখান থেকে বের হয়ে এসে তিনি বরাবরের মতো একটা ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন, আসন্ন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নাকি ১৫০ আসন পাবে। ১৫০ আসন যদি তারা পেয়ে যায়, তাহলে তারা সরকার গঠন করবে। তিনি বলেন, পাটোয়ারী সাহেব বলছেন বিএনপি ৫০ থেকে ১০০টার মতো আসন পাবে। যদি ১০০টা পায় তবে জামায়াতের জন্য থাকে মাত্র ৫০টা। হিসাবটা কেমন হয়ে গেল না?
নাসিরুদ্দীন পাটোয়ারীর এমন মন্তব্য মানুষের মধ্যে এক ধরনের কৌতুকের জন্ম দেয় উল্লেখ করে মাসুদ কামাল বলেন, এটা তিনি বোঝেন বলে আমার মনে হয় না। তাই তাকে বলে লাভ নেই কিন্তু তার দলের যারা যারা নেতা আছেন তাদের বলতে চাই— আপনারা পাটোয়ারি সাহেবকে থামান। তিনি যেকথা বলছেন তাতে মানুষ আপনাদের নিয়ে হাসাহাসি করছে।
মাসুদ কামাল বলেন, আমি কয়েকদিন আগে একটা জায়গায় একটা টক শোতে বলেছিলাম এনসিপির টোটাল ভোট ইসলামী আন্দোলনের অর্ধেক ভোটের সমান হবে কি-না আমার সন্দেহ আছে। আমি আরো এক জায়গায় বলেছিলাম— এনসিপির কোন একজন প্রার্থী যদি এই নির্বাচনে জামানত রক্ষা করতে পারে, সেটাই হবে তাদের সাফল্য।
এগুলো নিজের পর্যবেক্ষণ থেকে বলছেন উল্লেখ করে মাসুদ কামাল আরো বলেন, আমি দিন-দুনিয়ার একটু খোঁজখবর রাখি, তো সেখানে এনসিপির অবস্থা ভালো না, কোথাও ভালো না। আপনারা স্টুডেন্টদের মধ্যে আছেন, স্টুডেন্টদের নিয়ে আপনাদের দল। ছাত্রদের মধ্যে আপনাদের বিপুল জনপ্রিয়তা থাকার কথা, কিন্তু ডাকসু নির্বাচনে পাঁচ বা ছয় নম্বর হয়েছেন; জাকসু নির্বাচনে আরো খারাপ করেছেন; চাকসুতে নাকি দাঁড়াবেনই না ভয়ে।
তো এই শক্তি নিয়ে আপনারা যখন নির্বাচনে ১৫০ আসন পাবেন বলে ঘোষণা দেন, মানুষ আপনাদের নিয়ে হাসাহাসি করে। আমি অনুরোধ করব পাটোয়ারী সাহেবকে দয়া করে আপনারা থামান।