ভারতের তামিলনাড়ু রাজ্যের করুর জেলায় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়ের রাজনৈতিক সমাবেশে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এনডিটিভির খবরে জানা গেছে, পদদলিত হয়ে অন্তত ২০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত প্রাপ্তবয়স্করা সবাই বিজয়ের দল ‘তামিলাগা ভেট্ট্রি কাজগম’-এর সমর্থক ছিলেন। তারা সকাল থেকে সমাবেশস্থলে জড়ো হয়ে প্রায় ছয় ঘণ্টা অপেক্ষা করছিলেন। কিন্তু বিজয়ের আগমন দেরি হওয়ায় ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পদদলনের ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এম. সুব্রামানিয়ান দ্রুত করুরে পৌঁছান। মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন জেলা প্রশাসক ভি. সেথিলবালাজিকে পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেন। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ মুখ্যমন্ত্রী লিখেছেন, “করুর থেকে আসা খবর অত্যন্ত উদ্বেগজনক। পদদলিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বহু মানুষ। তাদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।”
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অতিরিক্ত ভিড়ের কারণে একের পর এক মানুষ অজ্ঞান হয়ে পড়লে বিজয় হঠাৎ নিজের বক্তব্য শেষ করেন। পরে তিনি বিশেষ প্রচার বাস থেকে স্বেচ্ছাসেবকদের সঙ্গে মিলে ভিড়ের দিকে পানির বোতল নিক্ষেপ করেন এবং কয়েক ডজন মানুষকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়। তবে অতিরিক্ত ভিড়ের কারণে অ্যাম্বুলেন্সগুলো ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে।
করুরের এ ঘটনায় তামিলনাড়ুতে শোক ও ক্ষোভের ছড়াছড়ি দেখা দিয়েছে।