যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের শৌচাগারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তাকে হেনস্থা করার ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আটক সন্দেহভাজনের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
ফক্স নিউজ জানায়, সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আসা ওই কর্মকর্তা ট্রাম্প-ঘনিষ্ঠ স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের সঙ্গে ছিলেন। গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাধারণ বিতর্ক চলাকালে এ হামলার ঘটনা ঘটে।
হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সচিব অ্যানা কেলি অভিযোগ করেন, “এটি ঘটিয়েছে একজন উন্মাদ বামপন্থি।” তার দাবি, ওই ব্যক্তি নিরাপত্তা বলয় ভেঙে ভেতরে প্রবেশ করেছিলেন। এ ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছে হোয়াইট হাউস।
অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও জাতিসংঘে একাধিক নাশকতার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, ২৩ সেপ্টেম্বর অধিবেশনে অংশ নিতে গিয়ে একাধিক ঘটনা ঘটে। চলমান সিঁড়ি হঠাৎ থেমে যাওয়ায় অল্পের জন্য তিনি ও স্ত্রী মেলানিয়া রক্ষা পান। এছাড়া তার ভাষণের শুরুতেই টেলিপ্রম্পটার কাজ করা বন্ধ করে দেয় এবং সাউন্ড সিস্টেম ত্রুটিপূর্ণ থাকায় বিশ্বনেতাদের বক্তৃতা শুনতে অসুবিধা হয়। এসবকেই ট্রাম্প ‘নাশকতা’ আখ্যা দিয়ে তদন্ত দাবি করেন।