ঢাকা , সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেহেরপুরে খোকসা যুব সংঘের কমিটি গঠন: সভাপতি হামিদুল, সাধারণ সম্পাদক সেলিম রেজা নাটোরে জামায়াতে যোগ দিলেন বিএনপি-জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী বরিশালে জামায়াত নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা মেহেরপুরে পদ্মফুল তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর মর্মান্তিক মৃত্যু বিএনপির পাঁচ নেতাকে সব পদ থেকে বহিষ্কার ‘ফজু পাগলা’ উপাধিতে গর্বিত বিএনপি প্রার্থী ফজলুর রহমান: বলেন, আমার জন্য সারা দেশের মানুষ পাগল গৌরীপুরে সংঘর্ষের জেরে বিএনপির ৫ নেতা বহিষ্কার জিয়া পরিবারের আদর্শ ধরে রাখতে জীবন দিতেও পিছু হটবো না: এস এম জাহাঙ্গীর শাপলাকলি’ প্রতীক নিয়ে নির্বাচনে এনসিপি: জনগণের রাজনীতি গড়ে তুলতে আহ্বান নাহিদ ইসলামের গৌরীপুরে বিএনপির মনোনয়ন দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ৪০

জামায়াতের সাথে ঐক্য করে নিজেই ‘বিষ’ খেলেন চরমোনাই পীর: বিএনপি নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স চরমোনাইয়ের পীরকে উদ্দেশ্য করে বলেছেন, ‘পীর সাহেব কি জেনেশুনে বিষ পান করছেন, নাকি নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচনকে অনিশ্চিত করে ২৯ বছর ধরে হাতপাখা দিয়ে বাতাস করা হাসিনাকে আবার ফিরিয়ে আনতে ষড়যন্ত্র করছেন?’

 

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পুরাকান্দুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রশ্ন তোলেন। এরপর তিনি দুধনই বাজারে ২ নং ওয়ার্ড এবং সন্ধ্যায় বটিহালা বাজারে ৩ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

 

 

ইতোপূর্বে জামায়াতকে ‘বিষের সাথে তুলনা’ করে চরমোনাইয পীরের একটি বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেন এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, পীর সাহেব বলেছিলেন জামায়াতের বিষ যেখানেই লাগবে তা ধ্বংস হয়ে যাবে। সেই পীর সাহেব এখন জামায়াতের সাথে ঐক্য করে নিজের কথা অনুযায়ী নিজের শরীরে জামায়াতের বিষ লাগিয়েছেন, নিজেই নিজের ধ্বংস ডেকে আনছেন। ক্ষমতার লোভে জামায়তের বিষ এখন পীরের কাছে অমৃত সুধায় পরিণত হয়েছে।

 

দুপুরে মৎস্যজীবী দলের সম্মেলনেও তিনি একই প্রসঙ্গে বলেন, জামায়াত ক্ষমতায় গেলে আর কোনোদিন ইসলাম কায়েমের সুযোগ থাকবে না বলেও একজন পীর সাহেব নসিহত করেছিলেন। তিনি এখন সেই জামায়াতের সাথে ঐক্য করে নির্বাচন নস্যাৎ করতে তৎপর। তিনি নিজেই কি ইসলাম কায়েমের পথ রুদ্ধ করে দিচ্ছেন?

 

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ কয়েকটি দলের আন্দোলনকে ‘হটকারী ও অশুভ’ উল্লেখ করে এমরান সালেহ বলেন, আন্দোলনের নামে তারা দেশকে অস্থিতিশীল ও সংঘাতের দিকে ধাবিত করে আসন্ন নির্বাচনকে অনিশ্চিত করতে চায়। পরস্পরবিরোধী এই দলগুলোর হঠাৎ ঐক্যকে ‘কোন দেশের প্রেসক্রিপশন’ অনুযায়ী হয়েছে, জনগণ তা জানতে আগ্রহী বলে তিনি মন্তব্য করেন। বিএনপির এই নেতা বলেন, বিএনপির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতেই নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।

 

 

ওয়ার্ড বিএনপির সম্মেলনে এমরান সালেহ প্রিন্স বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

 

 

তিনি বলেন, আগামী বিএনপি সরকার দেশে গণতন্ত্র ও আইনের শাসনের পাশাপাশি দেড় বছরে এক কোটি বেকারের কর্মসংস্থান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে অসচ্ছল পরিবারকে রেশনিং এর আওতায় আনা, শিক্ষিত বেকারদের এক বছরের জন্য বেকার ভাতা, অসচ্ছল কৃষকদেরকে একটি ফসলের উৎপাদন খরচ প্রদান, সকলের জন্য স্বাস্থ্য কর্মসূচির আওতায় অসচ্ছল নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহসহ জনকল্যাণে যুগান্তকারী পরিকল্পনা বাস্তবায়ণ করবে। এসব কর্মসূচি জনগণের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে হবে।

 

তিনি বলেন, তারেক রহমান নতুন বাংলাদেশ গড়তে দেশ প্রেমিক কাফেলার নেতা। আসুন, বাংলাদেশপন্থিরা ঐক্যবদ্ধ হয়ে দেশ প্রেমিক কাফেলা জোরদার করি এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তুলি।

 

মৎস্যজীবী দলের কমিটি ঘোষণা

 

সম্মেলনে সর্বসম্মতিক্রমে মিজানুর রহমান মনিককে সভাপতি, শামীম মিয়াকে সাধারণ সম্পাদক, শফিকুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, আব্দুস শহীদ তালুকদারকে সহ-সভাপতি, সাইফুল ইসলাম বুলবুলকে সাংগঠনিক সম্পাদক করে ধোবাউড়া উপজেলা মৎস্যজীবী দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে খোকসা যুব সংঘের কমিটি গঠন: সভাপতি হামিদুল, সাধারণ সম্পাদক সেলিম রেজা

জামায়াতের সাথে ঐক্য করে নিজেই ‘বিষ’ খেলেন চরমোনাই পীর: বিএনপি নেতা

আপডেট সময় ১২:৫১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স চরমোনাইয়ের পীরকে উদ্দেশ্য করে বলেছেন, ‘পীর সাহেব কি জেনেশুনে বিষ পান করছেন, নাকি নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচনকে অনিশ্চিত করে ২৯ বছর ধরে হাতপাখা দিয়ে বাতাস করা হাসিনাকে আবার ফিরিয়ে আনতে ষড়যন্ত্র করছেন?’

 

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পুরাকান্দুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রশ্ন তোলেন। এরপর তিনি দুধনই বাজারে ২ নং ওয়ার্ড এবং সন্ধ্যায় বটিহালা বাজারে ৩ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

 

 

ইতোপূর্বে জামায়াতকে ‘বিষের সাথে তুলনা’ করে চরমোনাইয পীরের একটি বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেন এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, পীর সাহেব বলেছিলেন জামায়াতের বিষ যেখানেই লাগবে তা ধ্বংস হয়ে যাবে। সেই পীর সাহেব এখন জামায়াতের সাথে ঐক্য করে নিজের কথা অনুযায়ী নিজের শরীরে জামায়াতের বিষ লাগিয়েছেন, নিজেই নিজের ধ্বংস ডেকে আনছেন। ক্ষমতার লোভে জামায়তের বিষ এখন পীরের কাছে অমৃত সুধায় পরিণত হয়েছে।

 

দুপুরে মৎস্যজীবী দলের সম্মেলনেও তিনি একই প্রসঙ্গে বলেন, জামায়াত ক্ষমতায় গেলে আর কোনোদিন ইসলাম কায়েমের সুযোগ থাকবে না বলেও একজন পীর সাহেব নসিহত করেছিলেন। তিনি এখন সেই জামায়াতের সাথে ঐক্য করে নির্বাচন নস্যাৎ করতে তৎপর। তিনি নিজেই কি ইসলাম কায়েমের পথ রুদ্ধ করে দিচ্ছেন?

 

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ কয়েকটি দলের আন্দোলনকে ‘হটকারী ও অশুভ’ উল্লেখ করে এমরান সালেহ বলেন, আন্দোলনের নামে তারা দেশকে অস্থিতিশীল ও সংঘাতের দিকে ধাবিত করে আসন্ন নির্বাচনকে অনিশ্চিত করতে চায়। পরস্পরবিরোধী এই দলগুলোর হঠাৎ ঐক্যকে ‘কোন দেশের প্রেসক্রিপশন’ অনুযায়ী হয়েছে, জনগণ তা জানতে আগ্রহী বলে তিনি মন্তব্য করেন। বিএনপির এই নেতা বলেন, বিএনপির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতেই নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।

 

 

ওয়ার্ড বিএনপির সম্মেলনে এমরান সালেহ প্রিন্স বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

 

 

তিনি বলেন, আগামী বিএনপি সরকার দেশে গণতন্ত্র ও আইনের শাসনের পাশাপাশি দেড় বছরে এক কোটি বেকারের কর্মসংস্থান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে অসচ্ছল পরিবারকে রেশনিং এর আওতায় আনা, শিক্ষিত বেকারদের এক বছরের জন্য বেকার ভাতা, অসচ্ছল কৃষকদেরকে একটি ফসলের উৎপাদন খরচ প্রদান, সকলের জন্য স্বাস্থ্য কর্মসূচির আওতায় অসচ্ছল নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহসহ জনকল্যাণে যুগান্তকারী পরিকল্পনা বাস্তবায়ণ করবে। এসব কর্মসূচি জনগণের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে হবে।

 

তিনি বলেন, তারেক রহমান নতুন বাংলাদেশ গড়তে দেশ প্রেমিক কাফেলার নেতা। আসুন, বাংলাদেশপন্থিরা ঐক্যবদ্ধ হয়ে দেশ প্রেমিক কাফেলা জোরদার করি এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তুলি।

 

মৎস্যজীবী দলের কমিটি ঘোষণা

 

সম্মেলনে সর্বসম্মতিক্রমে মিজানুর রহমান মনিককে সভাপতি, শামীম মিয়াকে সাধারণ সম্পাদক, শফিকুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, আব্দুস শহীদ তালুকদারকে সহ-সভাপতি, সাইফুল ইসলাম বুলবুলকে সাংগঠনিক সম্পাদক করে ধোবাউড়া উপজেলা মৎস্যজীবী দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।