রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হিজাব নিয়ে এক শিক্ষকের মন্তব্যকে ঘিরে শুরু হওয়া বিতর্কের মধ্যে প্রতিবাদের নতুন ধরণ দেখিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় তিনি ইসলামি পোশাক পরিহিত অবস্থায় ও বুকে পবিত্র আল-কোরআন নিয়ে ক্লাসে উপস্থিত হন।
ঘটনার সূত্রপাত রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুনের এক ফেসবুক পোস্ট থেকে। সেখানে তিনি রাকসুর নবনির্বাচিত নারী প্রতিনিধিদের পোশাক নিয়ে মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। পরবর্তীতে সমালোচনার মুখে অধ্যাপক মামুন দুঃখ প্রকাশ করেন।
এই প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়ে ড. মনিরুজ্জামান বলেন, “প্রত্যেক ধর্মাবলম্বীর নিজের ধর্মীয় পোশাক ও প্রতীক নিয়ে চলার অধিকার আছে। কেউ হিন্দু হলে সে ধুতি পরতে পারে, কেউ মুসলমান হলে ইসলামি পোশাক পরবে—এটাই স্বাভাবিক। এতে ঘৃণা বা বিদ্বেষের কিছু নেই।”
তিনি আরও বলেন, “শিক্ষক সমাজের আদর্শ। মদ হাতে ক্লাসে যাওয়ার মতো মন্তব্য দায়িত্বশীল কারও কাছ থেকে আশা করা যায় না। আমি সেই মানসিকতার প্রতিবাদ জানাতে নিজের ধর্মীয় পোশাকে ক্লাসে এসেছি।”
ঘটনাটি নিয়ে রাবি ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ এটিকে ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন, এমন বিতর্ক একাডেমিক পরিবেশে বিভাজন তৈরি করছে।

ডেস্ক রিপোর্ট 

























