ঢাকা , শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মিশরের উদ্দেশ্যে এনসিপি নেতা সারজিস আলম  সোহরাওয়ার্দী উদ্যানে গাঁজা বিক্রি করতে নিষেধ করায় খুন হন ছাত্রদল নেতা সাম্য বাংলাদেশ সীমান্তের পাশে শিলিগুঁড়ি করিডরে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত আগামী ১৫ নভেম্বর বদলে যাচ্ছে পুলিশ ইউনিফর্ম! সরাসরি করাচি-চট্টগ্রাম শিপিং চালু করলো পাকিস্তান ও বাংলাদেশ ‘ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন তারেক রহমান’ বিএনপির সঙ্গে জোট নয়, একক নির্বাচনের চিন্তা এনসিপির ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা জারি মনোনয়ন না পেয়ে ধানক্ষেতে ‘রিভিউ’ দেখালেন বিএনপি নেতা নিরপেক্ষ নির্বাচন হলে দেশের মানুষ রাখাল রাজা শহীদ জিয়ার দলকেই বিজয়ী করবে: শিমুল বিশ্বাস

নির্বাচন নিয়ে হঠাৎ শঙ্কার বার্তা প্রধান উপদেষ্টার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৩৯৩৩ বার পড়া হয়েছে

 

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। তবে এই নির্বাচন বাঞ্চাল করতে দেশের ভেতরে ও বাইরে নানা অপশক্তি সক্রিয় হতে পারে বলে সতর্ক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বুধবার (২৯ অক্টোবর) যমুনায় অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সভাপতিত্বে প্রথম সমন্বয় সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

তিনি বলেন, প্রধান উপদেষ্টা সভায় বলেছেন, “নির্বাচন বাঞ্চালের জন্য দেশের ভেতর থেকে এবং বাইর থেকেও অনেক অপশক্তি কাজ করবে। বড় শক্তি নিয়ে তারা নির্বাচনে হামলা বা নাশকতা চালাতে পারে। এই নির্বাচন হবে অত্যন্ত চ্যালেঞ্জিং। যত ঝড়-ঝাপটা আসুক, আমাদের তা মোকাবিলা করতে হবে।”

 

প্রেস সচিব জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এ লক্ষ্যে ১৫ নভেম্বরের মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আগামী ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন কর্মকর্তাদের পদায়ন শুরু হবে, যেখানে জেলা প্রশাসকদের দায়িত্ব বণ্টনের জন্য ৬৪ জেলার তালিকা প্রস্তুত করা হয়েছে।

 

 

তবে পদায়নে স্বজনপ্রীতি ঠেকাতে নির্দেশনা দেওয়া হয়েছে, কোনো কর্মকর্তাকে তাঁর শ্বশুরবাড়ি বা আত্মীয়স্বজনের এলাকায় পদায়ন করা হবে না। এছাড়া, গত তিনটি নির্বাচনে যারা রিটার্নিং অফিসার, পোলিং এজেন্ট বা প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন, তাদের এবার নির্বাচনে রাখা হবে না।

 

সভায় আরও জানানো হয়, নির্বাচন ঘিরে দেশে ও বিদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে। এ ধরনের মিথ্যা তথ্য (misinformation) ও বিভ্রান্তিমূলক তথ্য (disinformation) ঠেকাতে বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।

 

এদিকে, নির্বাচন ঘনিয়ে এলেও পিআর পদ্ধতি ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, শেষ পর্যন্ত সব দলই নির্বাচনে অংশ নেবে এবং উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে।

 

 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মিশরের উদ্দেশ্যে এনসিপি নেতা সারজিস আলম 

নির্বাচন নিয়ে হঠাৎ শঙ্কার বার্তা প্রধান উপদেষ্টার

আপডেট সময় ১২:১৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

 

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। তবে এই নির্বাচন বাঞ্চাল করতে দেশের ভেতরে ও বাইরে নানা অপশক্তি সক্রিয় হতে পারে বলে সতর্ক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বুধবার (২৯ অক্টোবর) যমুনায় অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সভাপতিত্বে প্রথম সমন্বয় সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

তিনি বলেন, প্রধান উপদেষ্টা সভায় বলেছেন, “নির্বাচন বাঞ্চালের জন্য দেশের ভেতর থেকে এবং বাইর থেকেও অনেক অপশক্তি কাজ করবে। বড় শক্তি নিয়ে তারা নির্বাচনে হামলা বা নাশকতা চালাতে পারে। এই নির্বাচন হবে অত্যন্ত চ্যালেঞ্জিং। যত ঝড়-ঝাপটা আসুক, আমাদের তা মোকাবিলা করতে হবে।”

 

প্রেস সচিব জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এ লক্ষ্যে ১৫ নভেম্বরের মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আগামী ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন কর্মকর্তাদের পদায়ন শুরু হবে, যেখানে জেলা প্রশাসকদের দায়িত্ব বণ্টনের জন্য ৬৪ জেলার তালিকা প্রস্তুত করা হয়েছে।

 

 

তবে পদায়নে স্বজনপ্রীতি ঠেকাতে নির্দেশনা দেওয়া হয়েছে, কোনো কর্মকর্তাকে তাঁর শ্বশুরবাড়ি বা আত্মীয়স্বজনের এলাকায় পদায়ন করা হবে না। এছাড়া, গত তিনটি নির্বাচনে যারা রিটার্নিং অফিসার, পোলিং এজেন্ট বা প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন, তাদের এবার নির্বাচনে রাখা হবে না।

 

সভায় আরও জানানো হয়, নির্বাচন ঘিরে দেশে ও বিদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে। এ ধরনের মিথ্যা তথ্য (misinformation) ও বিভ্রান্তিমূলক তথ্য (disinformation) ঠেকাতে বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।

 

এদিকে, নির্বাচন ঘনিয়ে এলেও পিআর পদ্ধতি ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, শেষ পর্যন্ত সব দলই নির্বাচনে অংশ নেবে এবং উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে।