দেশ ও জাতীয় স্বার্থে প্রশাসনকে সম্পূর্ণ দলনিরপেক্ষ রাখার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, “প্রশাসনে ‘আমার লোক–তোমার লোক’ সংস্কৃতি ভয়াবহ আকার ধারণ করেছে, বিশেষ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে। বাংলাদেশে যত খারাপ কাজ হয়েছে—গুম, বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন, ভুয়া নির্বাচন, দলীয়করণ—সবকিছুর সূচনা করেছে আওয়ামী লীগ। বাকিরা কেবল তা অব্যাহত রেখেছে।”
শনিবার (১ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আয়োজিত ‘বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেন, “রাজনৈতিক দলগুলো প্রশাসনের শীর্ষপদে নিজেদের লোক খোঁজার প্রতিযোগিতায় লিপ্ত থাকে। প্রশাসনে ‘তোমার লোক-আমার লোক’ সংস্কৃতি থেকে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ সব দলকেই বেরিয়ে আসতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। আলোচনায় আরও অংশ নেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, পুলিশের আইজিপি বাহারুল আলম, সাবেক আইজিপি নুরুল হুদা, অধ্যাপক শাহনাজ হুদা, মানবাধিকার কর্মী নূর খান, বিএনপির উপদেষ্টা মাহদী আমিন, জামায়াতের সাইফুল আলম খান মিলন, এনসিপির আরিফুল ইসলাম আদীব, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, অতিরিক্ত আইজি কাজী মো. ফজলুল করীম প্রমুখ।
প্রশাসনের নিরপেক্ষতা প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমার লোক–তোমার লোক সংস্কৃতি শুধু রাজনীতিতে নয়, নাগরিক সমাজেও ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগ আমলে দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ গ্রেপ্তার হওয়ার পরও কোনো প্রতিবাদ হয়নি—এটাই তার প্রমাণ।”
সাবেক আইজিপি বেনজীর আহমেদকে উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “সরকার যতটা অত্যাচারের নির্দেশ দেয়, কেউ কেউ তার চেয়ে দশগুণ বেশি করে। কেউ নিজের প্রভাব খাটাতে, কেউ টাকা কামাতে—এই মানসিকতা ভয়াবহ।”
গুম ও আটক সংক্রান্ত নতুন বিধান উল্লেখ করে আসিফ নজরুল জানান, ফৌজদারি কার্যবিধি সংশোধনের ফলে এখন ১২ ঘণ্টার মধ্যে আটক ব্যক্তির স্বজনদের জানাতে হবে, আর গুম হলে ২৪ ঘণ্টার মধ্যে তথ্য না দিলে সেটি গুম হিসেবেই গণ্য হবে।

ডেস্ক রিপোর্ট 



















