নির্বাচনি প্রচারণাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি দুটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে—একটি জামায়াতে ইসলামীর ঢাকা–১৪ আসনের প্রার্থী মীর আহমদ বিন কাসেম (ব্যারিস্টার আরমান) এবং অন্যটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে নিয়ে। দুই ছবিতেই তাদের হাতে পাকিস্তানের পতাকা দেখা যায় এবং বিভ্রান্তিকর ক্যাপশন ব্যবহার করে নানা দাবি প্রচার করা হচ্ছে।
ফ্যাক্টচেক বিশ্লেষণ
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে স্পষ্ট হয়েছে—উভয় ছবিই এআই প্রযুক্তি ব্যবহার করে সম্পাদনা করা, অর্থাৎ সম্পূর্ণ ভুয়া।
ব্যারিস্টার আরমানের ছবি: আসল ছবিতে ছিল বাংলাদেশের পতাকা
● ছড়ানো ছবিতে দেখা যায় ব্যারিস্টার আরমান পাকিস্তানের পতাকা হাতে নির্বাচনি প্রচারে অংশ নিচ্ছেন।
● অনুসন্ধানে bdtoday.net–এ ২১ নভেম্বর প্রকাশিত আসল গণমিছিলের ছবি মিল পাওয়া যায়—যেখানে তার হাতে ছিল বাংলাদেশের পতাকা, পাকিস্তানের নয়।
● ইত্তেফাকের ২১ নভেম্বরের লাইভ ভিডিওতেও দেখা যায় তিনি বাংলাদেশ ও জামায়াতে ইসলামী পতাকা হাতে মিছিলে অংশ নিচ্ছেন।
● এআই যাচাইকারী টুল Image Whisperer–এ পরীক্ষায় ছবিতে পাকিস্তানের পতাকার অংশটি এআই দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে নিশ্চিত হয়।অ
অতএব, পাকিস্তানের পতাকা হাতে ব্যারিস্টার আরমানের প্রচারিত ছবিটি সম্পূর্ণ সম্পাদিত।
সাদিক কায়েমের ছবি: জাতীয় পতাকা এআই দিয়ে বদলে দেওয়া
● আরেকটি প্রচারিত ফটোকার্ডে দেখা যায়, ডাকসুর ভিপি সাদিক কায়েম নাকি পাকিস্তানের পতাকা হাতে শোডাউন করেছেন।
● তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের ২৬ নভেম্বরের “আগামী দিন শুধু সম্ভাবনার”–পোস্টে থাকা আসল ছবিতে তিনি বাংলাদেশের পতাকাই হাতে ধরে আছেন।
● দৈনিক ইত্তেফাকের প্রকাশিত ভিডিওতেও নিশ্চিত হয়—সেদিন খাগড়াছড়িতে তিনি জাতীয় পতাকা হাতে শোডাউন করেন।
● দাবি-উৎস অনুসন্ধানে দেখা যায়, ‘Anwar Tv’ নামের একটি ব্যঙ্গধর্মী ফেসবুক পেজ থেকেই সম্পাদিত ফটোকার্ডটির উৎপত্তি। পেজের বায়োতেও উল্লেখ—এটি “শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে” পোস্ট দেওয়া হয়।
অতএব, পাকিস্তানের পতাকা হাতে সাদিক কায়েমের ছবিটিও এআই দিয়ে সম্পাদিত
ব্যারিস্টার আরমান ও সাদিক কায়েম—দুজনের ক্ষেত্রেই ছড়ানো পাকিস্তানের পতাকা–ধারী ছবিগুলো এআই–নির্মিত ভুয়া কনটেন্ট, যা বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 
















