ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাজা খালি করে ‘মানবিক শহর’ গড়ে তোলার ঘোষণা ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪৪ জন নেতাকর্মী শহীদ হয়েছে: নাছির উদ্দিন এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই: প্রেস সচিব এমন বৃষ্টি থাকবে কত দিন, জানাল আবহাওয়া অফিস চীন সফরে যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল ভারতের ঢলে ভেঙে গেল ৩ নদীর বাঁধ, ডুবে গেল ৩০ গ্রাম কক্সবাজার সৈকতে ভেসে এলো আরও এক শিক্ষার্থীর মরদেহ ইরানের হাতে এসেছে চীনের আধুনিক হিউ কিউ-৯ এয়ার ডিফেন্স মিসাইল বিশ্ব আর কোনো সম্রাট চায় না: ট্রাম্পকে ব্রাজিলের প্রেসিডেন্টের হুঁশিয়ারি আগামী নির্বাচনে বেশির ভাগ মানুষ ভোটই দিতে যাবে না: মাসুদ কামাল

সব ধরনের যুদ্ধাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে রাশিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

যুদ্ধাস্ত্র উৎপাদনের মাত্রা আরও বাড়াতে যাচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র প্রস্তুতকারী দেশ রাশিয়া। দেশটির শিল্প ও বাণিজ্যবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী আন্তন আলিখানোভ এ ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমায় দেওয়া বক্তব্যে আলিখানোভ বলেন, “আমাদের সব অস্ত্র কারখানা বর্তমানে উৎপাদনের মধ্যে আছে। সম্প্রতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার বৈঠক হয়েছে। তিনি রাষ্ট্রীয় অস্ত্র নির্মাণ কর্মসূচিকে আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ অনুযায়ী সব ধরনের যুদ্ধাস্ত্রের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এদিকে সুইডেনভিত্তিক থিঙ্ক ট্যাংক সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি)-র এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধাস্ত্র উৎপাদনে বর্তমানে রাশিয়া বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স।

বিশ্বের আয়তনে বৃহত্তম দেশ রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীও অন্যতম বড়। বিশাল এই বাহিনীর জন্য দেশটির অস্ত্র উৎপাদন চাহিদা এমনিতেই বেশি। তার ওপর ইউক্রেনের সঙ্গে চলমান তিন বছরের যুদ্ধ পরিস্থিতি রাশিয়াকে অস্ত্র উৎপাদনে আরও তৎপর করেছে।

শুধু নিজেদের চাহিদাই নয়, অস্ত্র রপ্তানির দিক থেকেও রাশিয়া বিশ্বে অন্যতম। দেশটির যুদ্ধাস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা ভারত। এছাড়া চীন, মিসর, আলজেরিয়া, ভিয়েতনামসহ আরও অন্তত ১০টি দেশ রাশিয়া থেকে তাদের সামরিক সরঞ্জামের বড় অংশ ক্রয় করে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজা খালি করে ‘মানবিক শহর’ গড়ে তোলার ঘোষণা ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর

সব ধরনের যুদ্ধাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে রাশিয়া

আপডেট সময় ০৯:০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

যুদ্ধাস্ত্র উৎপাদনের মাত্রা আরও বাড়াতে যাচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র প্রস্তুতকারী দেশ রাশিয়া। দেশটির শিল্প ও বাণিজ্যবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী আন্তন আলিখানোভ এ ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমায় দেওয়া বক্তব্যে আলিখানোভ বলেন, “আমাদের সব অস্ত্র কারখানা বর্তমানে উৎপাদনের মধ্যে আছে। সম্প্রতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার বৈঠক হয়েছে। তিনি রাষ্ট্রীয় অস্ত্র নির্মাণ কর্মসূচিকে আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ অনুযায়ী সব ধরনের যুদ্ধাস্ত্রের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এদিকে সুইডেনভিত্তিক থিঙ্ক ট্যাংক সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি)-র এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধাস্ত্র উৎপাদনে বর্তমানে রাশিয়া বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স।

বিশ্বের আয়তনে বৃহত্তম দেশ রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীও অন্যতম বড়। বিশাল এই বাহিনীর জন্য দেশটির অস্ত্র উৎপাদন চাহিদা এমনিতেই বেশি। তার ওপর ইউক্রেনের সঙ্গে চলমান তিন বছরের যুদ্ধ পরিস্থিতি রাশিয়াকে অস্ত্র উৎপাদনে আরও তৎপর করেছে।

শুধু নিজেদের চাহিদাই নয়, অস্ত্র রপ্তানির দিক থেকেও রাশিয়া বিশ্বে অন্যতম। দেশটির যুদ্ধাস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা ভারত। এছাড়া চীন, মিসর, আলজেরিয়া, ভিয়েতনামসহ আরও অন্তত ১০টি দেশ রাশিয়া থেকে তাদের সামরিক সরঞ্জামের বড় অংশ ক্রয় করে।