চাঁদপুরের হাজীগঞ্জে ফেসবুকে বিকৃত ছবি শেয়ারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামে এ সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম অভিযোগ করেন, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে নিয়ে বিকৃত ছবি ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি ঘিরে বৃহস্পতিবার থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার সকালে বিএনপি নেতাকর্মীরা ইলিয়াসকে জিজ্ঞাসাবাদ করতে গেলে জামায়াত নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অন্তত ১০ জন গুরুতর আহত হন।
অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, ইলিয়াস হোসেনের ব্যক্তিগত ফেসবুক থেকে অসাবধানতাবশত ছবিটি শেয়ার হয়েছিল। পরে সেটি মুছে দিয়ে দুঃখ প্রকাশও করা হয়। তবে এর আগেই তাদের ওপর হামলা হয়। জামায়াতের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে, সংঘর্ষে তাদেরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় বিএনপি নেতারা জানান, বিষয়টি দলীয় পর্যায়ে আলোচনা হচ্ছে এবং সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে উপজেলা জামায়াতের নেতারা ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে সমাধানের আহ্বান জানান।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, “দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ডেস্ক রিপোর্ট 

























