যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে শুক্রবার রাতে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এখন একটাই বার্তা—গণতন্ত্রে ফিরে যেতে হবে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নিতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, “আমাদের নেতা তারেক রহমান যেভাবে নির্দেশ দিয়েছেন, আমরা সেই নির্দেশনা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নেব।”
যুক্তরাষ্ট্র সফরকে সফল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “আমি মনে করি আমাদের সফর সফল হয়েছে। বাংলাদেশের বাস্তব পরিস্থিতি ও গণতন্ত্রের সংকটের কথা আমরা বিশ্বের কাছে তুলে ধরতে পেরেছি।”

ডেস্ক রিপোর্ট 

























