ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নাম ঘোষণা করা হয়েছে।
দলীয় মনোনয়ন ঘোষণার পর মঙ্গলবার বিকেলে তিনি কচুয়ার উজানীর জামেয়া ইবরাহীমিয়া মাদ্রাসা এলাকায় প্রখ্যাত আলেম মাওলানা মোবারক করিম (র.)-এর মাজার জিয়ারত করেন। এ সময় কচুয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ঘোষণার পর সোমবার সন্ধ্যায় কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। আনন্দ মিছিলে অংশ নিয়ে কর্মীরা ড. এহছানুল হক মিলনকে মাথায় তুলে উল্লাস প্রকাশ করেন।
ড. মিলন বলেন, “আমাকে মনোনীত করায় মহান আল্লাহতায়ালার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। এটি আমার প্রতি আল্লাহর রহমত। আমি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধা জানাই।”
তিনি আরও বলেন, “কচুয়াবাসীর কাছে আমি দোয়া ও সহযোগিতা কামনা করছি, যেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি।”

ডেস্ক রিপোর্ট 



















