বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে সকল ছাত্রসংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল ৩টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইসলামী ছাত্রশিবির ববি শাখা আয়োজিত ‘এক শিক্ষার্থী এক কুরআন প্রকল্প ২০২৫’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডাকসুর ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা ও সাহিত্য সম্পাদক সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের পর আমরা বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও স্বৈরাচারের দোসররা এখনো সর্বত্র ঘাপটি মেরে আছে। বর্তমান সরকারের ম্যান্ডেট ছিল স্বৈরাচারের বিচার করা, কিন্তু তারা এক বছরেও তা করতে পারেনি।
তিনি আরও বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ ও লাল সন্ত্রাসীরা দিনের আলোয় আমাদের ভাইদের হত্যা করেছিল। আজও একটি দল চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে লিপ্ত। কিন্তু জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে তাদের স্বপ্ন বাস্তবায়ন হতে দেব না। ইসলামী ছাত্রশিবির কুরআন ও সুন্নাহভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী—আমরা কোনো টেন্ডারবাজি, দখলদারিত্ব বা চাঁদাবাজির সাথে যুক্ত নই। ন্যায় ও সততার রাজনীতির মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়ব।
ববি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মনিরুল ইসলাম বলেন, সততা ও দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। বিশ্ববিদ্যালয়ে এসে অনেকেই কুরআন থেকে দূরে সরে যায়। তাই শিক্ষার্থীদের কুরআনের কাছাকাছি আনতে আমরা প্রথম পর্যায়ে দুই হাজার শিক্ষার্থীকে কুরআন দিয়েছি; পরবর্তীতে আরও এক হাজার শিক্ষার্থীর হাতে কুরআন তুলে দেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ববি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আমিনুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ডেস্ক রিপোর্ট 





















