চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল মাঠে বুধবার বিকেলে বিশাল সমাবেশ করেছে বিএনপি, ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ এবং পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের দাবিতে। সমাবেশের স্লোগান ছিল, “চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই—পদ্মা বাঁচাতে আমরা ঐক্য গড়ি।”
সমাবেশে দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি হারুনুর রশিদ বলেন, “ভারত যদি সত্যিই আমাদের বন্ধু হতো, তাহলে নরহত্যাকারী ও গুমের জন্য দায়ীদের আশ্রয় দিত না, বরং তাদের বাংলাদেশে ফিরিয়ে দিত। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারা জনগণের বন্ধু নয়।”
বক্তারা নদী ও পানি সম্পদ সংরক্ষণ, ন্যায্য পানি বণ্টন, নদীর অবৈধ দখল রোধ এবং স্থানীয় মানুষের জীবিকা রক্ষার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
দুপুর থেকে সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল নামে। ধানের শীষের স্লোগান, মিছিল ও পতাকা নিয়ে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক। এছাড়া উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা ও সাবেক এমপি অধ্যাপক মো. শাহজাহান মিয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

ডেস্ক রিপোর্ট 



















