ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে বিরল এক রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একই পরিবারের দুই ভাই এবার ভিন্ন রাজনৈতিক দলের প্রতীক নিয়ে নির্বাচনী লড়াই করছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে আলহাজ আজিজুর রহমান আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন এবং ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে ভোটে অংশ নিচ্ছেন। অন্যদিকে, তার ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাক বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বৃহস্পতিবার স্থানীয় রাজনৈতিক অঙ্গনে দুই ভাইয়ের লড়াই নিয়ে তীব্র আলোচনা দেখা গেছে। বিশেষত বিএনপি-জামায়াতের ঐতিহ্যগত ভোটভিত্তি থাকা এই আসনে পরিবারের দুই পক্ষের বিভাজন নির্বাচনের সমীকরণে নতুন মাত্রা যোগ করছে।
বিএনপির প্রার্থী আজিজুর রহমান বলেন, “আমি ২০১৮ সালে নির্বাচন করেছি, তখন আমার ভাই আমার কর্মী ছিলেন, এখন তিনি জামায়াতের প্রার্থী। তবে আমার বংশের সব চাচাতো ভাই এবং দলীয় সহকর্মীরা আমার পক্ষে আছেন। যেহেতু আমার চেয়ারম্যান নির্বাচনের অভিজ্ঞতা আছে, তাই জামায়াত আমার ভাইকে প্রার্থী বানিয়ে কোনো সুবিধা পাবে না। আমি জিতব।”
অপরদিকে জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, “আমার ভাই বিএনপির প্রার্থী, তবে ভোটে এতে কোনো প্রভাব পড়বে না। আমার কয়েকজন চাচাতো ভাই নীরব থাকলেও, কোনো পক্ষের সঙ্গে গেলে তারা আমার পাশে থাকবে। আমি আগেই নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করেছি এবং জয়ের ব্যাপারে আশাবাদী।”
স্থানীয়রা বলছেন, একই পরিবারের দুই প্রার্থীর লড়াই ভোটারের মনোভাব ও বিএনপি-জামায়াত ভোটে বিভাজন সৃষ্টি করতে পারে, যা আসনের রাজনৈতিক মানচিত্রে প্রভাব ফেলতে পারে।

ডেস্ক রিপোর্ট 






















