আওয়ামী লীগের শাসনামলে গুমের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ২২ অক্টোবরের মধ্যে আসামিদের গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই নির্দেশ দেন।
গ্রেফতারি পরোয়ানা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকসহ সেনাবাহিনী ও র্যাবের বেশ কয়েকজন সাবেক কর্মকর্তা।
প্রসিকিউশন পক্ষ থেকে দুটি গুমের মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের আবেদনের পর আদালত অভিযোগ আমলে নিয়ে পরোয়ানা জারি করেন।
প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম জানান, একটি মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান, তারিক আহমেদ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং র্যাবের একাধিক সাবেক মহাপরিচালক ও কর্মকর্তারা।

ডেস্ক রিপোর্ট 



















