কোনো চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ বা মানুষের মধ্যে ভীতি সঞ্চারকারী ব্যক্তি বিএনপির সদস্য হতে পারবেন না বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (অক্টোবর) ঐতিহাসিক গাজীপুরের রাজবাড়ী মাঠে মহানগর বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, “শাপলা না দিলে ধানের শীষ প্রতীক দেয়া যাবে না—এ ধরনের অযাচিত দাবি তুলে কেউ কেউ বিতর্ক সৃষ্টি করছে। ধানের শীষ ৪৭ বছর ধরে বিএনপির নির্বাচনী প্রতীক। এসব দাবি করে একদিকে সময় নষ্ট করা হচ্ছে, অন্যদিকে ঐক্যের স্পিরিট নষ্ট করা হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে পরাজিত শক্তিরা সুযোগ পাবে।”

ডেস্ক রিপোর্ট 




















