জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই অভ্যুত্থানে বড় বড় রাজনৈতিক নেতাদের সন্তানরা নয়, বরং সাধারণ মানুষ ও শ্রমিকদের সন্তানেরাই জীবন দিয়েছে। অথচ সেই ত্যাগের ফায়দা লুটছে কতিপয় রাজনীতিবিদ।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তেঁতুলতলায় এনসিপির লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম আরও বলেন, “কেন্দ্র থেকে উপজেলা পর্যন্ত একই চিত্র—দুর্নীতি, সিন্ডিকেট, চাঁদাবাজি আর দখলদারিত্বে দেশ জর্জরিত। প্রতি জেলা-উপজেলায় ৫ থেকে ১০ জন দুর্নীতিবাজ রয়েছে, যারা সাধারণ মানুষের রক্ত চুষে খাচ্ছে।”

ডেস্ক রিপোর্ট 




















