বামপন্থী মতাদর্শ ও জুনায়েদ সাকির বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় সংগঠন ‘সচেতন মহিলা সমাজ’। শনিবার (১১ অক্টোবর) দুপুরে বাঞ্ছারামপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা সাকির বিরুদ্ধে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগ তোলেন।
তাদের দাবি, জুনায়েদ সাকি নাস্তিক্যবাদ ও ধর্মবিরোধী চিন্তাধারা ছড়িয়ে দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় চেতনাকে আঘাত করছেন। বক্তারা অভিযোগ করেন, তার মাধ্যমে সমকামিতা স্বাভাবিকীকরণ, পারিবারিক মূল্যবোধ ধ্বংস এবং তরুণ সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।
বিক্ষোভ শেষে আয়োজকরা বাঞ্ছারামপুরে ধানের শীষ প্রতীক ছাড়া অন্য কোনো রাজনৈতিক প্রতীককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকেই সমর্থন দেওয়ার আহ্বান জানান।

ডেস্ক রিপোর্ট 





















